বান্দরবান জেলা শহরের বিভিন্ন পুকুর থেকে উদ্ধা করা হচ্ছে মোটরসাইকেল। বৃহস্পতিবার (২১ নভেম্বর) দুপুরেও বান্দরবান জেলা শহরের দেওয়ানজী পুকুরপাড় থেকে একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। গত এক সপ্তাহে এভাবে পুকুর থেকে পাওয়া গেছে তিনটি চুরি হওয়া মোটরসাইকেল।
এর মধ্যে একটি মোটরসাইকেলের মালিক আবু সাইফ। তিনি জানান, তার বাড়ির সিসি ক্যামেরার ফুটেজ অনুযায়ী বুধবার (২০ নভেম্বর) রাত ৩টার দিকে গেটের তালা ভেঙে এক দল চোর বাড়ির ভেতরে প্রবেশ করে। এরপর বাড়ির সবকটি দরজা বাইরের থেকে আটকে দিয়ে মোটরসাইকেল নিয়ে চলে যায় তারা। সকালে চোরদের দাবি অনুযায়ী ২০ হাজার টাকা বিকাশে পাঠিয়েছেন। এরপর চোরেরা জানায়, মোটরসাইকেলটি দেওয়ানজী পুকুরের দ্বিতীয় ঘাটের পানিতে রয়েছে। পরে তাদের নির্দেশিত স্থানে তল্লাশি চালিয়ে মোটরসাইকেলটি উদ্ধার করা হয়।
শহরের মেম্বারপাড়ার শাওন চৌধুরীর জানান, গত শনিবার (১৬ নভেম্বর) রাতে তার মোটরসাইকেলটি চুরি হয়। চোরেরা ৫০ হাজার টাকা দাবি করে। টাকা দেওয়ার পর তাদের কথামতো চন্দনাইশের দোহাজারী সেতু এলাকায় গাড়িটি পাওয়া যায়। এভাবে উপজেলার পুকুর ও রাজার পুকুর থেকে আরও দুটি মোটরসাইকেল পাওয়া গেছে বলে জানান তিনি।
পুলিশ জানিয়েছে, গত এক সপ্তাহে পাঁচটি মোটরসাইকেল চুরি হয়েছে। এর মধ্যে তিনটি পুকুর থেকে ও একটি চন্দনাইশ থেকে উদ্ধার করা হয়েছে। বুধবার চুরি হওয়া সরকারি সংস্থার আরেকটি মোটরসাইকেল এখনো পাওয়া যায়নি।
বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ পারভেজ জানান, গত এক সপ্তাহে একই কায়দায় এই চক্রের সদস্যরা পাঁচটি মোটরসাইকেল চুরি করেছে। চারটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। চুরি করে চাঁদা আদায়ের চক্রটিকে গ্রেপ্তারের চেষ্টা করা হচ্ছে। আশা করছি দ্রুত গ্রেপ্তার করা সম্ভব হবে।







































