• ঢাকা
  • রবিবার, ০৫ মে, ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১, ২৫ শাওয়াল ১৪৪৫

হেরোইন রাখার দায়ে ট্রাকচালক ও হেলপারসহ তিনজনের যাবজ্জীবন


সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: এপ্রিল ২৫, ২০২৪, ০৩:০০ পিএম
হেরোইন রাখার দায়ে ট্রাকচালক ও হেলপারসহ তিনজনের যাবজ্জীবন

সিরাজগঞ্জের সলঙ্গায় হেরোইন রাখার দায়ে ট্রাকের চালক, হেলপারসহ তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেকে ২০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

বৃহস্পতিবার (২৫ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে সিরাজগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক মো. আবুল বাশার মিঞা এই রায় দেন। আদালতের অতিরিক্ত পিপি জেবু ন্নেছা রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।

দণ্ডিতরা হলেন রাজশাহী জেলার গোদাগাড়ী থানার বাশতলীপাড়া গ্রামের মনসুর আলীর ছেলে শরিফুল ইসলাম (৩০), চাপাইনবাবগঞ্জ জেলার সদরের আলী নগর এলাকার নওশের আলীর ছেলে বিল্লাল হোসেন (২৬) এবং একই গ্রামের মুনসুর আলীর ছেলে হাসান আলী (২০)।

মামলা সূত্রে জানা যায়, ২০২০ সালের ৬ ডিসেম্বর সকালে সলঙ্গা থানা এলাকায় বিশেষ টহল দিচ্ছিলেন র‌্যাব-১২ এর সদস্যরা। দুপুরে সলঙ্গা থানার বিসমিল্লাহ হোটেলের সামনে চেকপোস্ট বসিয়ে বিভিন্ন যানবাহনে তল্লাশি করা হয়। এসময় একটি ট্রাকে তল্লাশি চালিয়ে ৩শ গ্রাম হেরোইনসহ চালক, হেলপারসহ তিনজনকে আটক করা হয়।

এ ঘটনায় র‌্যাব-১২ এর ডিএডি সেলিম পারভেজ বাদী হয়ে মামলা করেন। মামলার সাক্ষ্য প্রমাণ শেষে আদালত রায় ঘোষণা করেন।

Link copied!