• ঢাকা
  • মঙ্গলবার, ৩০ এপ্রিল, ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১, ২০ শাওয়াল ১৪৪৫

অস্ত্র মামলায় চার যুবককে ১০ বছরের কারাদণ্ড


সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: মে ২৫, ২০২৩, ০১:০৯ পিএম
অস্ত্র মামলায় চার যুবককে ১০ বছরের কারাদণ্ড

সিরাজগঞ্জের শাহজাদপুরে অস্ত্র মামলায় চার যুবককে ১০ বছর করে কারাদণ্ড দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (২৫ মে) বেলা ১১টার দিকে সিরাজগঞ্জ স্পেশাল ট্রাইব্যুনাল ৪-এর বিচারক জেসমিন আরা জাহান আসামিদের অনুপস্থিতিতে এ রায় দেন । রাষ্ট্রপক্ষের আইনজীবী এপিপি মো. রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার মেঘুল্লা গ্রামের সোহরাব হোসেনের ছেলে শহিদুল ইসলাম (৫১), একই গ্রামের খবির উদ্দিনের ছেলে আসাদুল (৩২), এনায়েতপুর থানার আজুগড়া গ্রামের মৃত জয়নাল সরকারের ছেলে দুলাল সরকার (২৬) ও বেতিল চরের সেরাজ উদ্দিনের ছেলে জাকির হোসেন (২৬)।

মামলা সূত্রে জানা যায়, ২০২০ সালের ২ ফেব্রুয়ারি রাতে শাহজাদপুর থানা এলাকায় অবৈধ অস্ত্র, গুলি, বিস্ফোরক ও মাদক উদ্ধার অভিযান পরিচালনা করে পুলিশ। তালগাছি বাজারে করতোয়া ডিগ্রি কলেজ গেটে অবৈধ অস্ত্র বেচাকেনা হচ্ছে, এমন অভিযোগে ভিত্তিতে পুলিশ সেখানে অভিযান চালায়। এ সময় অস্ত্রসহ চারজনকে গ্রেপ্তার করে পুলিশ।

এ ঘটনায় শাহজাদপুর থানার উপপরিদর্শক (এসআই) নাজমুল হক বাদী হয়ে অস্ত্র আইনে মামলা করেন। মামলার সাক্ষ্য প্রমাণ শেষে বৃহস্পতিবার আদালত এ রায় দেন।

Link copied!