• ঢাকা
  • রবিবার, ০৫ মে, ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১, ২৫ শাওয়াল ১৪৪৫

সৌদির সঙ্গে মিল রেখে ফরিদপুরের ১৩ গ্রামে রোজা শুরু


ফরিদপুর প্রতিনিধি
প্রকাশিত: মার্চ ১১, ২০২৪, ০৪:১৭ পিএম
সৌদির সঙ্গে মিল রেখে ফরিদপুরের ১৩ গ্রামে রোজা শুরু

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার শেখর ও রুপাপাত ইউনিয়নের প্রায় ১৩টি গ্রামের মানুষ সৌদি আরবের সঙ্গে মিল রেখে একদিন আগে পবিত্র রোজা পালন শুরু করেছেন। সোমবার (১১ মার্চ) থেকে তারা রোজা রেখেছেন।

স্থানীয়রা জানান, বোয়ালমারী উপজেলার শেখর ও রুপাপাত ইউনিয়নের সহস্রাইল, দড়ি সহস্রাইল, ভুলবাড়িয়া, বারাংকুলা, বড়গাঁ, মাইটকুমড়া, গঙ্গানন্দপুর, রাখালতলী, কাঁটাগড়, কলিমাঝি, বন্ডপাশা, জয়দেবপুর ও দিঘীরপাড় গ্রামের কয়েক হাজার মানুষ আগাম রোজা পালন শুরু করেছেন। তবে একদিন আগে যারা রোজা ও ঈদ উদযাপন করেন তারা সবাই চট্টগ্রামের মির্জাখিল শরীফের মুরিদান।

এ বিষয়ে বোয়ালমারী উপজেলার শেখর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান কামাল আহমেদ বলেন, শেখর ও পাশের রুপাপাত ইউনিয়নের প্রায় ১৩টি গ্রামের কিছু মানুষ দীর্ঘদিন ধরে সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে আগাম রোজা ও দুইটি ঈদ উদযাপন করে আসছেন।

Link copied!