• ঢাকা
  • শনিবার, ০৪ মে, ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১, ২৫ শাওয়াল ১৪৪৫

ক্ষেতে মাটি খুঁড়ে মিলল গলাকাটা লাশ


নোয়াখালী প্রতিনিধি
প্রকাশিত: ফেব্রুয়ারি ২৭, ২০২৩, ০৬:১৫ পিএম
ক্ষেতে মাটি খুঁড়ে মিলল গলাকাটা লাশ

নোয়াখালীর সদর উপজেলায় আব্দুল হাকিম (৩৫) নামের এক সিএনজি চালিত অটোরিকশা চালকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (২৭ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে উপজেলার পূর্ব চরমটুয়া ইউনিয়নের সফিগঞ্জ বাজারের দক্ষিণ পাশে সয়াবিন ক্ষেত থেকে লাশটি উদ্ধার করা হয়।  

আব্দুল হাকিম উপজেলার আন্ডারচর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের পশ্চিম মাইজচরা গ্রামের মো. ইব্রাহিম ওরফে রাজা মিয়ার ছেলে।  

পূর্ব চরমটুয়া ইউনিয়ন পরিষদের ২ নম্বর ওয়ার্ডের সদস্য হারুন অর রশীদ জানান, সকাল ৮টায় স্থানীয় কয়েকজন কৃষক সয়াবিন ক্ষেতে কাজ করতে যায়। ক্ষেতের এক পাশে রক্ত দেখে তাদের সন্দেহ হয়। রক্তের সূত্র ধরে তারা একটি মাটি চাপা দেওয়া গর্তের সন্ধান পায়। মাটি খুঁড়ে মানুষের পা দেখতে পেলে বিষয়টি স্থানীয় ইউপি চেয়ারম্যানকে জানায়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুপুর ১২টার দিকে ওই সিএনজি চালকের গলাকাটা লাশ উদ্ধার করে।

নিহতের পরিবার জানায়, রোববার (২৬ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে হাকিমের সঙ্গে মোবাইল ফোনে তাদের কথা হয়। তার তাৎক্ষণিক বাড়ি ফিরে যাওয়ার কথা ছিল। এরপর থেকে হঠাৎ তার মোবাইল বন্ধ পাওয়া যায়।

সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ারুল ইসলাম বলেন, “হাকিমকে গলা কেটে হত্যা করা হয়েছে।  খবর পেয়ে পুলিশ লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠিয়েছে। এ ঘটনায় তদন্ত চলছে।” 

Link copied!