• ঢাকা
  • বৃহস্পতিবার, ০২ মে, ২০২৪, ১৯ বৈশাখ ১৪৩১, ২৩ শাওয়াল ১৪৪৫

নতুন শিক্ষাক্রমে ক্লাস ৫ দিন: শিক্ষামন্ত্রী


চাঁদপুর প্রতিনিধি
প্রকাশিত: ফেব্রুয়ারি ১৮, ২০২৩, ১০:১০ এএম
নতুন শিক্ষাক্রমে ক্লাস ৫ দিন: শিক্ষামন্ত্রী
ফাইল ছবি

নতুন শিক্ষাক্রমে শ্রেণিকক্ষে পাঁচ দিন পাঠদান হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী দীপু মনি।

বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) চাঁদপুর সার্কিট হাউসে এ কথা বলেন তিনি।

শিক্ষামন্ত্রী বলেন, “শিক্ষাপ্রতিষ্ঠান কত দিন বন্ধ থাকবে, তা একটি নীতিগত সিদ্ধান্তের ব্যাপার। গত বছর আমাদের শিক্ষাক্রমে ছয় দিন শ্রেণিকক্ষে পাঠদান হয়েছে। যখন বিদ্যুৎ-সংকট ছিল, তখন আমরা পাঁচ দিন পাঠদান করেছি। নতুন শিক্ষাক্রমেও পাঁচ দিন শ্রেণিকক্ষে পাঠদান করা হবে।”

দীপু মনি আরও বলেন, “কারিগরি বিভাগে পূর্ববর্তী ১০ বছর কোনো শিক্ষক নিয়োগ হয়নি। গত চার বছরে অনেক শিক্ষক নিয়োগ হয়েছে। এদিকে সব সময়ই কোনো না কোনো শিক্ষক অবসরে যাচ্ছেন। কাজেই কিছু পদ শূন্য হচ্ছে। সে অনুযায়ী আমরা শিক্ষক নিয়োগ করি। এ মুহূর্তে আমাদের কোনো শিক্ষকসংকট নেই। কোথাও পদ শূন্য থাকলে তা পূরণ হয়ে যাচ্ছে।”

অনুষ্ঠানে জেলা প্রশাসক কামরুল হাসান, পুলিশ সুপার মো. মিলন মাহমুদ, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক তাফাজ্জল হোসেন পাটওয়ারী, পৌরসভার মেয়র জিল্লুর রহমান জুয়েল এবং সরকারি কর্মকর্তা ও রাজনৈতিক নেতারা উপস্থিত ছিলেন।

Link copied!