• ঢাকা
  • বৃহস্পতিবার, ০২ মে, ২০২৪, ১৯ বৈশাখ ১৪৩১, ২৩ শাওয়াল ১৪৪৫

দুদিন পর মরদেহ ফেরত দিল বিএসএফ


চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: এপ্রিল ৫, ২০২৪, ১১:৪৫ এএম
দুদিন পর মরদেহ ফেরত দিল বিএসএফ
প্রতীকী ছবি

চাঁপাইনবাবগঞ্জের রোকনপুর সীমান্তে বিএসএফের গুলিতে নিহত সাইফুলের মরদেহ দুই দিন পর ফেরত দিয়েছে বিএসএফ।

বৃহস্পতিবার (৪ এপ্রিল) রাত সাড়ে ১১টায় তার মরদেহ ফেরত দেয় বিএসএফ।

১৬ বিজিবির রোকনপুর কোম্পানি কমান্ডার আজাদ রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহত সাইফুল চাঁপাইনবাবগঞ্জ জেলা গোমস্তাপুর উপজেলার রাধানগর ইউনিয়নের নগোরপাড়া গ্রামের মৃত হাসান আলীর ছেলে।

এর আগে, মঙ্গলবার (২ এপ্রিল) রাত ৩টার দিকে গোমস্তাপুর উপজেলার রোকনপুর সীমান্তের আন্তর্জাতিক সীমানা পিলার ২১৯ এর কাছে ভারতের অভ্যন্তরে গরু আনতে গিয়ে গুলিতে নিহত হন সাইফুল। এ সময় আরও একজন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

এদিকে, সীমান্তে হত্যা শূন্যে নামিয়ে আনার প্রতিশ্রুতি দিলেও থামছে না ভারতের সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে প্রাণহানির ঘটনা। পতাকা বৈঠকেই সীমাবদ্ধ সমাধানের পথ। মানবাধিকার সংগঠন আইন ও সালিশ কেন্দ্রের পরিসংখ্যানে, চলতি বছরের প্রথম তিন মাসেই ১৫ জনকে গুলি করে হত্যা করা হয়েছে।

Link copied!