• ঢাকা
  • রবিবার, ০৫ মে, ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১, ২৫ শাওয়াল ১৪৪৫

ব্রাহ্মণবাড়িয়ায় ৪ দিন বন্ধ থাকবে গ্যাস সরবরাহ


ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রকাশিত: মে ১৬, ২০২৩, ০৯:৩৫ পিএম
ব্রাহ্মণবাড়িয়ায় ৪ দিন বন্ধ থাকবে গ্যাস সরবরাহ

ব্রাহ্মণবাড়িয়ায় আগামী চার দিন গ্রাহক পর্যায়ে গ্যাস সরবরাহ বন্ধ থাকবে বলে জানিয়েছে বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড কর্তৃপক্ষ।

মঙ্গলবার (১৬ মে) থেকে আগামী ১৯ মে পর্যন্ত ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার ঘাটুরা থেকে সরাইল পর্যন্ত এলাকার গ্রাহকরা পাইপলাইনের মাধ্যমে গ্যাস পাবেন না।

ইতোমধ্যে মঙ্গলবার সকাল ৬টা থেকেই এই এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ রয়েছে। এতে বিপাকে পড়েছেন কয়েক হাজার আবাসিক ও বাণিজ্যিক সংযোগের গ্রাহক।

বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের উপমহাব্যবস্থাপক (ডিজিএম) প্রকৌশলী মো. আক্তারুজ্জামান জানান, চারলেন মহাসড়কের মধ্যে কিছু জায়গায় গ্যাসের ডিস্ট্রিবিউশন পাইপলাইন পড়েছে। সেই পাইপলাইন মহাসড়ক থেকে সরিয়ে নতুন করে নিরাপদ স্থানে স্থাপন করা হয়েছে। নতুন পাইপলাইনে গ্যাস সরবরাহ এবং গ্রাহকদের নতুন লাইনে স্থানান্তর করার জন্য চার দিন গ্রাহক পর্যায়ে গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। তবে ১৯ মে এর আগেই গ্যাস সরবরাহ শুরুর চেষ্টা করা হবে বলে জানান তিনি।

Link copied!