• ঢাকা
  • শনিবার, ০৪ মে, ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১, ২৫ শাওয়াল ১৪৪৫

বরগুনায় কিশোর গ্যাংয়ের ৭ সদস্য কারাগারে


বরগুনা প্রতিনিধি
প্রকাশিত: ডিসেম্বর ১৫, ২০২৩, ০৯:১৮ পিএম
বরগুনায় কিশোর গ্যাংয়ের ৭ সদস্য কারাগারে

বরগুনা জেলা শহরে আলোচিত কিশোর গ্যাংয়ের সাত সদস্যকে ইয়াবাসহ গ্রেপ্তার করেছে পুলিশ। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের কারাদণ্ড দেওয়া হয়।

শুক্রবার (১৫ ডিসেম্বর) রাতে বরগুনার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আ. হালিম বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেপ্তাররা হলেন ইজমাম (১৯), আব্দুল্লাহ ওরফে অর্নব (১৮), ওমর ফারুক (১৮), আরিয়ান (১৯), রাফসান আহমেদ (১৯), মুশফিকুর (১৮) ও শোয়েব আক্তার (১৯)।

পুলিশ জানায়, বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) রাতে মাদকবিরোধী অভিযান চালায় পুলিশ। পরে শহরের বালিয়াতলী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান অধ্যক্ষ শাহ্ নেওয়াজ সেলিমের ভাড়া বাসার একটি কক্ষ থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৬ পিস ইয়াবা জব্দ করা হয়। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নাঈমুল ইসলাম ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের সাজা দেন।

নাঈমুল ইসলাম বলেন, গ্রেপ্তারদের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩ মাস করে কারাদণ্ড ও ৫ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও ৭ দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে।

Link copied!