• ঢাকা
  • রবিবার, ০৫ মে, ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১, ২৫ শাওয়াল ১৪৪৫

ডাকাতের হামলায় ৩ পুলিশ সদস্য আহত, গ্রেপ্তার ১


নোয়াখালী প্রতিনিধি
প্রকাশিত: জানুয়ারি ১০, ২০২৪, ০৮:৫০ পিএম
ডাকাতের হামলায় ৩ পুলিশ সদস্য আহত, গ্রেপ্তার ১
ডাকাতদলের সদস্য ইসমাইল হোসেন মিশন গ্রেপ্তার। ছবি : প্রতিনিধি

নোয়াখালীর কোম্পানীগঞ্জে ডাকাতদলের হামলায় ৩ পুলিশ সদস্য আহত হয়েছেন। এ সময় আন্তঃজেলা ডাকাতদলের সদস্য মো. ইসমাইল হোসেন মিশনকে গ্রেপ্তার করা হয়।  

বুধবার (১০ জানুয়ারি) বিকেল ৩টার দিকে উপজেলার মুছাপুর ইউনিয়নের ছোটধলী এলাকায় এ ঘটনা ঘটে। আহত পুলিশ সদস্যরা হলেন কোম্পানীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) সাজ্জাদ হোসেন, কনস্টেবল কামরুল ও হাসান।  

গ্রেপ্তার মো. ইসমাইল হোসেন ওরফে মিশন (৩৮) উপজেলার মুছাপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের মৃত রফিক সওদাগরের ছেলে।  

পুলিশ জানায়, উপজেলার মুছাপুর ইউনিয়নের ছোটধলী এলাকায় অভিযান চালিয়ে ডাকাত দলের সদস্য মিশনকে গ্রেপ্তার করে পুলিশ। এ সময় তাকে ছাড়িয়ে নিতে পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে ডাকাত দলের অন্য সদস্যরা। এক পর্যায়ে মিশন তার হাতে থাকা ধারাল দা দিয়ে পুলিশের ওপর হামলা চালিয়ে পালানো চেষ্টা করেন। এতে ৩ পুলিশ সদস্য আহত হন।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রণব চৌধুরী বলেন, গ্রেপ্তার আসামি আন্তঃজেলা ডাকাত দলের সদস্য। সে ডাকাতি, চাঁদাবাজিসহ চারটি মামলার ওয়ারেন্টভুক্ত আসামি। এ ঘটনায় পুলিশের কাজে বাধা-প্রদান এবং পুলিশকে আঘাত করার কারণে একটি নিয়মিত মামলা নেওয়া হয়েছে। 

Link copied!