• ঢাকা
  • মঙ্গলবার, ০৭ মে, ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১, ২৭ শাওয়াল ১৪৪৫

বড়শিতে ধরা পড়ল ২৭ কেজির কোরাল


কক্সবাজার প্রতিনিধি
প্রকাশিত: জুলাই ৩০, ২০২৩, ০৮:৫৯ এএম
বড়শিতে ধরা পড়ল ২৭ কেজির কোরাল

কক্সবাজারের টেকনাফে নাফ নদীতে ধরা পড়ল ২৭ কেজি ওজনের কোরাল মাছ। শনিবার (২৯ জুলাই) টেকনাফের চৌধুরীপাড়ার ট্রানজিট জেটিঘাটে মো. কাদের নামের এক জেলের বড়শিতে ধরা পড়ে মাছটি। ২৫ হাজার টাকায় মাছটি কিনে নেন হাজমপাড়ার মাছ ব্যবসায়ী শাহ জালাল।

মো.কাদের বলেন, “চৌধুরীপাড়ার ট্রানজিট জেটিঘাটে নাফ নদীর তীরে দুপুরে বড়শি ফেলে প্রায় দেড় ঘণ্টা পর টানা শুরু করি। বড়শিটি খুবই ভারী মনে হলে কৌশলে টেনে জেটির পাশে নিয়ে আসি। একপর্যায়ে দেখতে পাই বড় একটি কোরাল মাছ বড়শিতে ধরা পড়েছে। পরে মাছটি পৌরসভার বাসস্টেশনের মাছবাজারে নিয়ে যাই। সেখানে ২৫ হাজার টাকায় মাছটি বিক্রি করেছি।”

মাছ ব্যবসায়ী শাহ জালাল বলেন, “২৭ কেজি ওজনের কোরাল মাছটি ২৫ হাজার টাকায় কিনেছি। মাছটি কেটে বিক্রি করা হবে। ভালো দামের আশায় মাছটি বরফ দিয়ে ঝুড়িতে রেখেছি।”

টেকনাফ উপজেলার জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা দেলোয়ার হোসেন বলেন, “নাফ নদীর কোরাল মাছ খুবই সুস্বাদু। এ মাছ সাধারণত ৩০-৩৫ কেজি ওজনের হয়ে থাকে। কোনো কোনো সময় এর বেশি ওজনের কোরালও পাওয়া যায়। প্রজনন মৌসুমসহ সরকারি বিভিন্ন নিষেধাজ্ঞা মেনে চলায় নাফ নদীতে এত বড় কোরাল পাওয়া যাচ্ছে।”

Link copied!