• ঢাকা
  • রবিবার, ০৩ আগস্ট, ২০২৫, ১৯ শ্রাবণ ১৪৩২, ৭ সফর, ১৪৪৭

মাঠে কাজ করছিলেন স্বামী, খাবার দিতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেল স্ত্রীর


শরীয়তপুর প্রতিনিধি
প্রকাশিত: মে ৬, ২০২৪, ০৪:৩০ পিএম
মাঠে কাজ করছিলেন স্বামী, খাবার দিতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেল স্ত্রীর

শরীয়তপুরের ভেদরগঞ্জে সয়াবিনক্ষেতে কাজ করছিলেন স্বামী নেছার উদ্দিন মাঝি। তাকে দুপুরের খাবার দিতে গিয়ে বজ্রপাতের আঘাতে কুলসুম বেগম (৩৮) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে।

সোমবার (৬ মে) দুপুরে উপজেলার সখিপুর থানার চরসেনসাস ইউনিয়নের বেড়াচাক্কি গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সকাল থেকে সয়াবিনক্ষেতে কাজ করছিলেন নেছার উদ্দিন মাঝি। দুপুরে কুলসুম বেগম সেখানে স্বামীর জন্য খাবার নিয়ে যান। এসময় হঠাৎ ঝড়-বৃষ্টি শুরু হলে বজ্রপাতের আঘাতে কুলসুম বেগম মারা যান।

চরসেনসাস ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বি এম আনোয়ার হোসেন সংবাদ প্রকাশকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, “দুপুরে বজ্রপাতের আঘাতে কুলসুম বেগম নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে। বর্তমানে তার মরদেহ চাঁদপুর হাসপাতালে রয়েছে। এঘটনায় আমি মর্মাহত। এই সময়ে সারা দেশে ঝড়বৃষ্টির সঙ্গে বজ্রপাত শুরু হয়েছে। সকলেরই উচিত সতর্ক থাকা।”

Link copied!