• ঢাকা
  • মঙ্গলবার, ১৫ জুলাই, ২০২৫, ৩০ আষাঢ় ১৪৩২, ১৯ মুহররম ১৪৪৬

৩৫ টাকার ভাড়া ৪০০


সাভার প্রতিনিধি
প্রকাশিত: জুলাই ৩১, ২০২১, ০৮:৪৬ পিএম
৩৫ টাকার ভাড়া ৪০০

“কাল থেকে কারখানা খুলবে। চাকরি বাঁচানোর জন্য ঢাকায় ফিরছি। সড়কে কোনো বাস নাই। ট্যাক, ভ্যানে করে গাবতলী অ্যাইসি। এরপরে মোটরসাইলে ৩৫ টাকার ভাড়া  ৪০০ টাকা দিয়ে বাইপাইল আসলাম” বলে এভাবেই ক্ষোভ প্রকাশ করেন শারমিন গ্রুপের মেকানিক অপারেটর জনি। বাড়তি ভাড়া আর ভোগান্তি শেষে আগামীকাল রোববার থেকে কর্মস্থলে যোগ দিতে এমন হাজার-হাজার মানুষ ফিরছেন জীবন-জীবিকার তাগিদে সাভার ও আশুলিয়া।

শনিবার (৩১ জুলাই) বিকেলে সাভারের নবীনগর-চন্দ্রা মহাসড়কের বাইপাইলে, ডিইপিজেড, নবীনগর, জিরানী এবং টঙ্গী-আব্দুল্লাহপুর সড়কের ইউনিক, জামগড়া, নিশ্চিতপুর জিরাবো, আশুলিয়া ও ঢাকা-আরিচা মহাসড়কের সাভার বাসস্ট্যান্ড, গেন্ডা, উল্লাইল, হেমায়েপুরে একাধিক পোশাক শ্রমিক ভোগান্তি ও ভাড়া নিয়ে ক্ষোভের কথা জানা যায়।

হা-মীম গ্রুপের অপারেটর জীবন আহম্মেদ বলেন, “সকালে জামালপুর থেকে রওনা হয়েছি। জামালপুর থেকে মধুপুর এসেছি ট্রাকে ৪০০ টাকা ভাড়া দিয়ে। এরপরে মধুপুর থেকে আবার ট্রাকে করে চন্দ্রা। আর চন্দ্রা থেকে বাইপাইলের এসেছি ১০ টাকার ভাড়া ট্রাকে করে ১০০ টাকা দিয়ে। তবে আশুলিয়ার নিশ্চিতপুর যাওয়ার জন্য বাইপাইলে যানবাহনের অপেক্ষায় দেড় ঘটনা থাকায় হতাশার কথা জানান।

অপর দিকে শান্তা গার্মেন্টের অপারেটর ফরিদা বলেন, “নবীনগর থেকে বাইপাইলের ভাড়া ১০ টাকা। সেখানে গার্মেন্ট খোলার কথা শুনেই ভাড়া হইয়েছে ৫০ টাকা। আর বাইপাইল থেকে জামগড়ার ভাড়া লেগুনায় ৫ টাকা। এখন তা ৫০ টাকা বলে কন্ডেক্টর সাব বলে দিচ্ছে।” না হলে লেগুনায় উঠতে দিচ্ছে না বলে ক্ষোভ জানান তিনি।

এ সময় কথা হয় লেগুনা ডাইভার আমিনুলের সঙ্গে। 

আমিনুল বলেন, “অনেক দিন চালাইতে পারি না স্যার। রাস্তায় যাত্রী নাই। অ্যাইজার দিনের পরে আবার কয় দিন বইস্যা থাকতে হয়। তাই এটকু বেশি ভাড়া নিচ্ছি। এভাবেই লকডাউনে বসে থাকা ড্রাইভার আমিনুল হাসি মুখে ভাড়ার কথা জানাচ্ছিলেন।”

তবে ট্রাকের কন্টেক্টার নবী মিয়া বলেন, “আজকে মানুষরা ট্রাকেই বেশি যাচ্ছে। তাই তার অন্য মালামালের ক্ষেপ নেই নাই। লোকজনদের ঢাকায় আইনা কয়টা ট্যাহা ইনকাম হইছে।”

Link copied!