• ঢাকা
  • শনিবার, ২৭ জুলাই, ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১, ২০ মুহররম ১৪৪৫

শিয়াল ও সাপ মেরে উল্লাসে মাতলেন ইউপি সদস্য


নাটোর প্রতিনিধি
প্রকাশিত: সেপ্টেম্বর ৬, ২০২১, ০২:১৭ পিএম
শিয়াল ও সাপ মেরে উল্লাসে মাতলেন ইউপি সদস্য

নাটোরের বড়াইগ্রামে শিয়াল ও সাপ মেরে আনন্দ উল্লাসের অভিযোগ উঠেছে আব্দুল হামিদ নামের এক ইউপি সদস্যের বিরুদ্ধে। 

রোববার (৫ সেপ্টেম্বর) নাটোর উপজেলার ইকুড়ি গ্রামে এ ঘটনা ঘটে। 

আব্দুল হামিদ বড়াইগ্রাম ইউপির ২ নম্বর ওয়ার্ডের সদস্য। সামাজিক যোগাযোগমাধ্যমে শিয়াল ও সাপ মেরে আনন্দ উল্লাস করছে এমন ছবি ও ভিডিও প্রকাশিত হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, একটি শেয়াল ইকুড়ি মকবুল হোসেন ছেলে মোবারককে (৭) ও মুজিবরের স্ত্রী আলেয়াকে কামড় দেয়। বিষয়টি ইউপি সদস্যকে জানালে তিনি জনগণকে নিয়ে ৪টি শেয়াল ও একটি সাপ মেরে ফেলেন এবং তার ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেন। এ ঘটনায় ওই ইউপি সদস্যের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ করেন এলাকাবাসীরা। 

ইউপি সদস্য আব্দুল হামিদ বলেন, “শিশু ও মহিলাকে শেয়ালে কামড় দিলে জনগণের চাপে সেগুলোকে মারা হয়েছে।”
 
ইউপি চেয়ারম্যান মোমিন আলী বলেন, “বন বিভাগের কর্মকর্তাদের নির্দেশনা অনুযায়ী এ বিষয়ে মুচলেকা নেওয়া হবে।”
 
উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহাঙ্গীর আলম বলেন, “বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।” 
 

Link copied!