• ঢাকা
  • সোমবার, ১৩ জানুয়ারি, ২০২৫, ২৮ পৌষ ১৪৩০, ১৩ রজব ১৪৪৬

লকডাউনেও ফেরি-ট্রলারে ভোলায় যাচ্ছে শত শত মানুষ


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জুলাই ১৬, ২০২১, ০১:৩৬ এএম
লকডাউনেও ফেরি-ট্রলারে ভোলায় যাচ্ছে শত শত মানুষ

ভোলায় করোনা সংক্রামণ প্রতিরোধে কঠোর লকডাউনের তোয়াক্কা না করে ফেরি ও ট্রলারে করে শত শত যাত্রী ইলিশাঘাট দিয়ে নদী পথে ভোলায় প্রবেশ করছে।

বৃহস্পতিবার (১ জুলাই) ঘাট এলাকায় গিয়ে এ দৃশ্য দেখা যায়।

তবে এসব স্থানে মানা হচ্ছে না কোনো ধরনের স্বাস্থ্যবিধি। যে যেভাবে পারছেন গাদাগাদি করে পারাপার হচ্ছেন। তবে গণপরিবহণ বন্ধ থাকায় পথে পথে সীমাহীন ভোগান্তির শিকার হচ্ছেন তারা। এদের অনেকেই পায়ে হেঁটে আবার কেউ কেউ রিকশা কিংবা ভাড়ায় চালিত মোটরসাইকেলে করে গন্তব্যে যাচ্ছেন।

স্থানীয়রা জানান, সকাল সাড়ে ১০টায় লক্ষ্মীপুর মজু চৌধুরী ফেরিঘাট থেকে কলমিলতা নামে একটি ফেরি ৫ শতাধিক যাত্রী নিয়ে ভোলার ইলিশা ফেরিঘাটে এসে পৌঁছায়। এদের অধিকাংশকেই মানছেন না স্বাস্থ্যবিধি। সরকারি ছুটির ঘোষণায় রাজধানী ঢাকা, চট্টগ্রামসহ দেশের বিভিন্ন জেলা থেকে তারা স্বজনের কাছে ফিরছেন বলে জানান।

লক্ষ্মীপুর মজুচৌধুরীর ঘাট থেকে ফেরিতে যাত্রী উঠা বন্ধ হলে লকডাউনের বিধিনিষেধ নিশ্চিত করা সম্ভব বলে জানান ভোলা নৌ-থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহজালাল। এছাড়া নদীতে পুলিশের টহল অব্যাহত রয়েছে। এরপরও কিছু অসাধু ব্যবসায়ী পুলিশের চোখ ফাঁকি দিয়ে ট্রলারে যাত্রী পারাপার করছে। এদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানান তিনি।

এদিকে গণপরিবহন বন্ধ থাকায় ভোলা বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল বাস স্ট্যান্ডে অটোরিকশা ও ভাড়ায় চালিত মোটরসাইকেলে অতিরিক্ত ভাড়া দিয়ে গন্তব্যে যাচ্ছে এসব মানুষ। এতে করে যেকোন সময় ঘটতে পারে দুর্ঘটনা। সব বন্ধ হয়ে যাওয়ায় বাধ্য হয়ে এমন ঝুঁকি নিয়ে বাড়ি ফিরছে বলে জানান যাত্রীরা।

অপরদিকে ভোলা শহরে ওষুধ, মুদি ও কাঁচা বাজার ছাড়া সব দোকান বন্ধ থাকলেও মানুষের রাস্তাঘাটে চলাফেরা ছিল চোখে পড়ার মতো। রিকশা ও অটোতে মানুষের চলাফেরা ছিল স্বাভাবিক।

জেলা প্রশাসক তৌফিক ই-লাহি চৌধুরী জানান, কঠোর লকডাউন বাস্তবায়নে সকাল থেকেই ভোলার ৭টি উপজেলার জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটরা নিরলস কাজ করে যাচ্ছেন। আমরা জনগণকে সচেতন করেছি লকডাউন মানার জন্য। এখন বিনা প্রয়োজনে রাস্তায় বের হলেই কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে। প্রথম দিনেই বিধিনিষেধ অমান্য করায় দুইজনকে কারাদণ্ড দেওয়ার পাশাপাশি ১০৪ জনকে অর্থদণ্ড করেছে ভ্রাম্যমাণ আদালত। 

স্বদেশ বিভাগের আরো খবর

Link copied!