• ঢাকা
  • বৃহস্পতিবার, ২০ মার্চ, ২০২৫, ৬ চৈত্র ১৪৩০, ১৯ রমজান ১৪৪৬

ইউপি নির্বাচনে সংঘর্ষ, নিহত দুই ভাই


মেহেরপুর প্রতিনিধি
প্রকাশিত: নভেম্বর ৮, ২০২১, ১১:৪০ এএম
ইউপি নির্বাচনে সংঘর্ষ, নিহত দুই ভাই

মেহেরপুরের গাংনী উপজেলার কাথুলী ইউনিয়নের ৭ নম্বর লক্ষ্মীনারায়ণপুর ধলা গ্রামে নির্বাচনী সহিংসতায় দুই ভাই নিহত হয়েছেন। নারীসহ অর্ধশতাধিক কর্মী-সমর্থক আহত হয়েছেন।

সোমবার (৮ নভেম্বর) সকাল ৯টার দিকে এ হতাহতের ঘটনা ঘটে।

নিহতরা হলেন লক্ষ্মীনারায়ণপুর ধলা গ্রামের সুলতান ফকিরের ছেলে জাহারুল ইসলাম (৫০) ও তার ভাই সাহাদুল ইসলাম (৪৮)। লাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সুরতহাল রিপোর্ট শেষে গাংনী থানায় নেওয়া হয়েছে।

গুরুতর আহতরা হলেন জাহারুলের স্ত্রী শেফালী খাতুন (৪৫), ওই গ্রামের মৃত নজিমুদ্দীনের ছেলে জেল হক (৭০) ও গোলাম হোসেন (৬৫), রিয়াজ উদ্দীনের ছেলে বজলুল হক (৩০) ও সাহাদুলের কলেজ পড়ুয়া মেয়ে সুবর্ণা খাতুন (২২)।

এলাকাবাসী জানান, আসন্ন কাথুলী ইউপি নির্বাচনে ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড লক্ষ্মীনারায়ণপুর ধলা গ্রামের দুজন সদস্য (মেম্বর) পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ওই গ্রামের বর্তমান মেম্বর আজমাইন হোসেন টুটুল ও সাবেক মেম্বর আতিয়ার রহমান। প্রার্থী আজমাইন হোসেন টুটুলের কর্মী-সমর্থকরা সোমবার সকাল ৯টার দিকে প্রতিদ্বন্দ্বী প্রার্থী আতিয়ারের মহল্লায় ভোট চাইতে গেলে তার কর্মী-সমর্থকরা হামলা করেন। এসময় দুপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে প্রার্থী টুটুলের দুজন কর্মী জাহারুল ও সাহাদুল ঘটনাস্থলেই নিহত হন। এসময় উভয়ক্ষের অর্ধশতাধিক কর্মী-সমর্থক আহত হন। গুরুতর আহত চারজনকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকীরা গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি রয়েছেন।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বজলুর রহমান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় সন্দেহভাজন বেশ কয়েকজনকে আটক করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ মোতায়েন করা হয়েছে।

এদিকে মেহেরপুর পুলিশ সুপার রাফিউল আলম ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

পুলিশ সুপার রাফিউল আলম জানান, আসন্ন ইউপি নির্বাচনে দুই মেম্বর প্রার্থীর লোকজনদের মধ্যে সংঘর্ষে দুইজন কর্মী নিহত হয়েছেন। উভয়পক্ষের নারীসহ বেশ কয়েকজন কর্মী-সমর্থক আহত হয়েছেন। ঘটনার সঙ্গে জড়িতদের আটক করে আইনের আওতায় নেওয়া হবে।

Link copied!