• ঢাকা
  • রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জমাদিউস সানি ১৪৪৬
যুব বিশ্বকাপ

ফাইনালে ভারতকে ১৯০ রানের লক্ষ্য দিল ইংল্যান্ড


ফারজানা ববি
প্রকাশিত: ফেব্রুয়ারি ৫, ২০২২, ১০:৩৮ পিএম
ফাইনালে ভারতকে ১৯০ রানের লক্ষ্য দিল ইংল্যান্ড
ছবি সংগৃহীত

অ্যান্টিগায় আইসিসি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ফাইনালে শনিবার (৫ ফেব্রুয়ারি) মুখোমুখি লড়ছে ভারত-ইংল্যান্ড। ব্যাটিং বিপর্যয় ইংলিশদের ভুগিয়েছে পুরো টুর্নামেন্টজুড়ে। এ ম্যাচেও তার ব্যতিক্রম নয়। জেমস রিউয়ের ব্যাটিংয়ে ভর করে ভারতকে ১৯০ রানের লক্ষ্য দিতে সমর্থ হয় ইংল্যান্ড। 

টসে জিতে ইংলিশরা প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয়। দলীয় ৪ রানেই প্রথম উইকেটের পতন ঘটে তাদের। জ্যাকব বেথেল ২ রানে ফিরে যান। এরপর নিয়মিত বিরতিতে উইকেট পড়তে থাকে ইংলিশদের। মাত্র ৪৭ রানে প্রথম সারির পাঁচ ব্যাটারের উইকেট হারিয়ে ইংলিশ শিবিরে দুর্দশা নেমে আসে। 

তবে দলের স্রোতের বিপরীতে হাল ধরেন চার নম্বরে খেলতে নামা রিউ। কিন্তু একপ্রান্ত আগলে রাখলেও কেউই রিউকে সঙ্গ দিতে পারেননি। দলীয় ৯১ রানে ৭ উইকেটের পতন ঘটলে ক্রিজে আসেন জেমস সেলস। সেলসকে সঙ্গে নিয়ে দলীয় বিপর্যয় কাটান রিউ। তার ব্যাট থেকে আসে অনবদ্য ৯৫ রান। সেলসের অবদান ৩৩ রান। এরপর ৪৪.৫ ওভারে সবকয়টি উইকেট হারিয়ে স্কোরবোর্ডে ১৮৯ রান সংগ্রহ করে ইংলিশরা। 

ভারতের পক্ষে রাজ বাওয়া নেন ৫ উইকেট। আরেক পেস বোলার রবি কুমার নেন চারটি।

খেলা বিভাগের আরো খবর

Link copied!