• ঢাকা
  • শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫

বিশ্বকাপ তারকা দানি আলভেসের ধর্ষন মামলার বিচার শুরু


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ফেব্রুয়ারি ৫, ২০২৪, ০৮:১০ পিএম
বিশ্বকাপ তারকা দানি আলভেসের ধর্ষন মামলার বিচার শুরু
দানি আলভেস। ছবি: সংগৃহীত

তার বিশ্বকাপে অভিষেক হয় ২০১০ সালে। ব্রাজিলের রক্ষণভাগের এই তারকা ফুটবলার ২০১৪ ও ২০২২ সালের বিশ্বকাপেও ব্রাজিলের প্রতিনিধিত্ব করেন। ব্রাজিলের তারকা মানেই সারা বিশ্বের কোটি কোটি ফুটবলপ্রেমীর স্বপ্নের নায়ক তিনি। সেই দানি আলভেস এখন ধর্ষনের দায়ে অভিযুক্ত এবং তার বিচার শুরু হয়েছে। 

২০২২ সালের কাতার বিশ্বকাপের পর আলভেসের বিরুদ্ধে এক তরুণী শ্লীলতাহানির অভিযোগ করেছিলেন। আলভেস সেই অভিযোগ অস্বীকার করেছিলেন। অভিযোগ দায়েরকারী আইনজীবী ১২ বছরের কারাদণ্ড চেয়েছেন। অন্যদিকে, রাষ্ট্রপক্ষের আইনজীবী দোষী প্রমাণিত হলে ৪০ বছর বয়সী আলভেসকে ৯ বছরের কারাদণ্ড চেয়েছেন।

সোমবার শুনানিতে অংশ নেন এক বছর কারাগারে থাকা বার্সেলোনার এই ডিফেন্ডার। সেখানে তাকে গায়ে সাদা শার্ট ও পরনে জিন্স প্যান্ট দেখা যায়। এই শুনানি চলবে বুধবার পর্যন্ত।

এরআগে ২০২৩ সালের জানুয়ারিতে ধর্ষণের অভিযোগে শুনানিতে অংশ নিতে আসলে আলভেস গ্রেপ্তার হন। স্পেনের আইন অনুযায়ী, ধর্ষণ মামলায় কেউ অভিযুক্ত প্রমাণিত হলে তাকে সর্বোচ্চ ১২ বছরের কারাদণ্ডে দণ্ডিত করা হয়। ২০২২ সালে আইন সংশোধন করে এই সাজার বিধান জারি করা হয়েছে।
 

Link copied!