• ঢাকা
  • বৃহস্পতিবার, ০৯ মে, ২০২৪, ২৬ বৈশাখ ১৪৩১, ২৯ শাওয়াল ১৪৪৫

কেন মেসির ১০, নেইমারের ১১?


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ফেব্রুয়ারি ৯, ২০২৩, ০১:৩৭ পিএম
কেন মেসির ১০, নেইমারের ১১?

বুধবার রাতে কুপ দি ফ্রান্সের শেষ ষোলোতে পিএসজি মাঠে নামে মার্সেইয়ের বিপক্ষে। এই ম্যাচে যা সবার নজর কেড়েছে সেটা হচ্ছে লিওনেল মেসির ১০ নম্বর জার্সি ও নেইমারের ১১ নম্বর জার্সি। কিন্তু প্যারিসে মেসি পরেন ৩০ নম্বর জার্সি, নেইমার পরেন ১০ নম্বর জার্সি।

তবে এই আশ্চর্য নম্বর অদলবদলের জন্য একটি সহজ ব্যাখ্যা আছে। মেসি যখন প্যারিসে এসেছিলেন, তার পছন্দের ১০ নং শার্টটি নেইমারের দখলে ছিল এবং এখনও তা রয়েছে। সেজন্যই বিশ্বচ্যাম্পিয়ন ৩০ নম্বর পরেন।

তবে ফ্রেঞ্চ কাপে জার্সির নম্বরের বদল ঘটেছে। কারণ উক্ত টুর্নামেন্টের প্রতিযোগিতার নিয়মে বলা হয়েছে যে, ম্যাচ শুরু করা খেলোয়াড়দের মূল একাদশের সবাইকে অবশ্যই ১ থেকে ১১ নম্বর জার্সি পরতে হবে। এ কারণেই মেসিকে দেখা গেছে তার প্রিয় সংখ্যা সম্বলিত জার্সিতে।

মেসি নাইসের বিপক্ষে ১০ নম্বর পরে খেলেছেন,  বুধবার মার্সেইতে আবার সেই একই সংখ্যা। তবে শনিবার থেকে এটি স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে এবং আর্জেন্টাইন তারকার জন্য বরাদ্দকৃত ৩০ নম্বরে ফিরে যাবেন তিনি।

Link copied!