• ঢাকা
  • শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫

বিশ্বকাপের আগে অজিদের কাছে হোয়াইটওয়াশ কিউইরা


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ফেব্রুয়ারি ২৫, ২০২৪, ০৩:০৩ পিএম
বিশ্বকাপের আগে অজিদের কাছে হোয়াইটওয়াশ কিউইরা
ব্যাট করছেন অস্ট্রেলিয়ার গ্লেন ম্যাক্সওয়েল। ছবি: সংগৃহীত

নিউজিল্যান্ডের ক্রিকেট দর্শকরা জাতীয় দলের লজ্জার হার দেখলো। সামনেই মার্কিন যুক্তরাষ্ট্রের মাটিতে টি-টোয়েন্টি বিশ্বকাপ। তার আগেই বিশাল ধাক্কা খেলো স্বাগতিকরা।

রোববার অকল্যান্ডে সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে নিউজিল্যান্ডকে ডাকওয়ার্থ লুইস (ডিএল) পদ্ধতিতে ২৭ রানে হারিয়ে হোয়াইটওয়াশ মিশন পূর্ণ করেছে ম্যাথু ওয়েডের দল। ২০ ওভারের বৃষ্টিবিঘ্নিত ম্যাচটি পরিণত হয়েছিল ১০ ওভারের লড়াইয়ে। 

টস হেরে ব্যাট করতে নামা অস্ট্রেলিয়ার ইনিংসে বারকয়েক হানা দেয় বৃষ্টি। শেষ পর্যন্ত ১০.৪ ওভারে অজিরা ৪ উইকেটে ১১৮ রান তুললে ইনিংস সমাপ্তি ঘোষণা করা হয়। দলের ট্রাভিস হেড ৩০ বলে ৩৩, ম্যাথু শর্ট ১১ বলে ২৭ আর গ্লেন ম্যাক্সওয়েল ৯ বলে খেলেন ২০ রানের ইনিংস। ৮ বলে ১৪ রানে অপরাজিত থাকেন জশ ইংলিশ। 

কিউই বোলারদের মধ্যে অ্যাডাম মিলনে, বেন সার্স, সান্তনার ও জস ক্লার্কসন ১টি করে উইকেট পান। 

১০ ওভারে নিউজিল্যান্ডের লক্ষ্য দাঁড়ায় ১২৬ রানের। এত বড় লক্ষ্য তাড়া করে আর জিততে পারেনি কিউইরা। ৩ উইকেটে ৯৮ রানে থামে স্বাগতিকদের ইনিংস। গ্লেন ফিলিপস ২৪ বলে ৪০ রানে অপরাজিত থাকেন। মার্ক চ্যাপম্যান অপরাজিত ১৭, ফিন অ্যালেন ১৩ ও উইল ইয়ং ১৪ রান করেন। 

অস্ট্রেলিয়ার ম্যাথিউ শর্ট, স্পেন্সার জনসন ও অ্যাডাম জামপা ১টি করে উইকেট লাভ করেন। 

শর্ট ম্যাচসেরা এবং মিচেল মার্শ সিরিজসেরা নির্বাচিত হয়েছেন।  
 

Link copied!