• ঢাকা
  • রবিবার, ২৮ এপ্রিল, ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১, ১৯ শাওয়াল ১৪৪৫

ইতিহাস বদলের অপেক্ষা বাংলাদেশের, দরকার ৪৯


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: এপ্রিল ৭, ২০২৩, ১২:২৮ পিএম
ইতিহাস বদলের অপেক্ষা বাংলাদেশের, দরকার ৪৯

আয়ারল্যান্ডের বিপক্ষে একমাত্র টেস্টে বাংলাদেশের দরকার ৪৯ রান, হাতে ৮ উইকেট। জয়ের দ্বারপ্রান্তে থাকা বাংলাদেশ ইতিহাস বদলের অপেক্ষাতেও আছে। টেস্ট খেলুড়ে প্রতিটি দেশের বিপক্ষে প্রথম টেস্ট হারের ধারাবাহিক ইতিহাস বদলের অপেক্ষায় রেখে ম্যাচে চলছে লাঞ্চ বিরতি।

আইরিশদের বিপক্ষে মাত্র ৪৩ রানে দুই উইকেট হারিয়ে চাপে পড়েছে বাংলাদেশ। শুরুতে ইনিংসের ৩২ রানে উইকেট হারান লিটন কুমার দাস। যদিও দুর্ভাগ্যজনকভাবে আউট হন তিনি। 

ইনিংসের পঞ্চম ওভারে বল করতে আসেন মার্ক অ্যাডায়ার। ওভারের শেষ বলটা ঠিকঠাক সামলাতে পারলেন না লিটন। বাউন্সার বলে পুল করতে চেয়েছিলেন এই উইকেটরক্ষক। কিন্তু বলটা ব্যাটে লাগেনি। 
বল প্রথমে লাগে হেলমেটে। সেখান থেকে হাতে লেগে দুর্ভাগ্যজনকভাবে ব্যাটে লেগে আঘাত করে স্টাম্পে। উইকেট হারান লিটন।

১৯ বলে ব্যক্তিগত ২৩ রানে ফেরেন লিটন। তবে আউট হওয়ার পর বেশ কিছু সময় দাঁড়িয়ে ছিলেন ক্রিজে। এমন অদ্ভুত আউট কোনোভাবেই মানতে পারছিলেন না তিনিও।

লিটনের পর নাজমুল হোসেন শান্তও বেশিক্ষণ ক্রিজে টিকতে পারেননি। ম্যাচের ৮ ওভারের পঞ্চম বলে অ্যান্ডি ম্যাকবার্নির বলে অ্যান্ড্রু বালবার্নিকে ক্যাচ দিয়ে মাত্র ৪ রানে ফেরেন তিনি। 

শান্তর বিদায়ে ব্যাটিংয়ে নেমে প্রথম বলেই দৃষ্টিনন্দন চার মারেন মুশফিকুর রহিম। তিনি তামিম ইকবালকে সাথে নিয়ে বাংলাদেশকে জয়ের দিকে নিয়ে যাচ্ছেন। তামিম ৪৮ বলে ২৪* রানে ও মুশফিক ২০ বলে ২৯* রানে অপরাজিত আছেন। এর আগে প্রথম ইনিংসে সেঞ্চুরির দেখা পেয়েছেন দেশের এই উইকেটরক্ষক।
 

Link copied!