• ঢাকা
  • রবিবার, ২৮ এপ্রিল, ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১, ১৮ শাওয়াল ১৪৪৫

টানা টস হার বাংলাদেশের, ফিল্ডিংয়ে আইরিশরা


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: মার্চ ২৯, ২০২৩, ০১:৪৩ পিএম
টানা টস হার বাংলাদেশের, ফিল্ডিংয়ে আইরিশরা

আজ বুধবার (২৯ মার্চ) আয়ারল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় দুপুর ২টায়।

ম্যাচে টস হেরে বাংলাদেশ সফরকারীদের কাছ থেকে ব্যাটিংয়ের আমন্ত্রণ পেয়েছে। সিরিজে টানা দুই ম্যাচেই টস হেরেছে বাংলাদেশ। এর আগে আইরিশদের বিপক্ষে ওয়ানডে সিরিজেও টস ভাগ্য বাংলাদেশের পক্ষে যায়নি।

এই ম্যাচে জিততে পারলেই সিরিজ হাতের মুঠোয় চলে আসবে সাকিব আল হাসানদের। সিরিজের প্রথম ম্যাচ টস হেরে বাংলাদেশ দুর্দান্ত ব্যাটিং করে। তবে বৃষ্টি এসে বাগড়া দেয়। তাসকিন আহমেদের চার উইকেট ও অধিনায়ক সাকিবের টাইট বোলিংয়ে বৃষ্টিবিঘ্নিত ম্যাচেও অনায়াসে ২২ রানে জয় তুলে নেয় বাংলাদেশ।

বাংলাদেশ একাদশ

লিটন কুমার দাস (উইকেটরক্ষক), রনি তালুকদার, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান (অধিনায়ক), তাওহীদ হৃদয়, শামীম হোসেন, মেহেদি হাসান মিরাজ, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ ও মোস্তাফিজুর রহমান।

আয়ারল্যান্ড একাদশ

পল স্টার্লিং (অধিনায়ক), রস অ্যাডায়ার, লোরকান টাকার (উইকেটরক্ষক), হ্যারি টেক্টর, কার্টিস ক্যাম্পার, জর্জ ডকরেল, গ্যারেথ ডেলানি, মার্ক অ্যাডায়ার, ফিওন হ্যান্ড, গ্রাহাম হিউম ও বেন হোয়াইট।

Link copied!