• ঢাকা
  • সোমবার, ১৩ মে, ২০২৪, ৩০ বৈশাখ ১৪৩১, ৪ জ্বিলকদ ১৪৪৫

‘আমি কথা বললে আগুন লাগবে’


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: এপ্রিল ২৮, ২০২৪, ০২:০৩ পিএম
‘আমি কথা বললে আগুন লাগবে’
ম্যাচ শেষে হতাশ লিভারপুলের সালাহ। ছবি : সংগৃহীত

ইংলিশ প্রিমিয়ার ফুটবল লিগের এক ম্যাচে শনিবার রাতে ওয়েস্টহ্যামের বিপক্ষে ২-২ গোলে ড্র করে শিরোপা প্রত্যাশী লিভারপুল। ম্যাচ শেষে লিভারপুলের প্রধান তারকা মিশরের মোহাম্মাদ সালাহ বলেন, ‘আমি যদি এখন কথা বলি, তাহলে এখানে আগুন লেগে যাবে।’

আসলে লিভারপুল কোচ ইয়ুর্গেনের সঙ্গে সালাহর দূরত্ব যে কতটা বেড়েছে, তা এই একটি বাক্যেই স্পষ্ট হয়ে গেছে।

সালাহর এই কথা আর ব্যাখ্যা করার কোনো প্রয়োজন নেই। কার দিকে আঙুল তুলে এই কথা বলেছেন মিশরীয় এই তারকা, সেটা সবারই জানা।

কারণ, ম্যাচে শুরুর একাদশে সালাহকে মাঠে নামাননি কোচ ক্লপ। মাত্র ১৩ বাকি থাকতে মিশরীয় তারকাকে মাঠে নামান এই জার্মান কোচ। তার আগে লিভারপুলের অন্যতম এই তারকাকে বেঞ্চে বসিয়ে রেখেছেন ক্লপ।

ম্যাচে ওয়েস্টহ্যামের বিপক্ষে পয়েন্ট হারানোর ব্যাপারটা লিভারপুলের কাটা গায়ে নুনের ছিটা দেওয়ার মতো। মৌসুমের মাঝামাঝিতে প্রিমিয়ার লিগের শিরোপা জয়ের দারুণ সম্ভাবনা নিয়েও শেষ দিকে এসে তা থেকে বলতে গেলে ছিটকেই গেছে লিভারপুল। এরপর ম্যানচেস্টার সিটি ও আর্সেনালের খারাপ খেলা ও নিজেদের বাকি সব ম্যাচে জয়ের সমীকরণে কিছুটা হলে আশা ছিল অলরেডদের। এই ম্যাচে পয়েন্ট হারিয়ে সেটিও ভেস্তে চলে গেছে ক্লপের শিষ্যদের।

ওয়েস্টহ্যামের বিপক্ষে ম্যাচ শেষে সাংবাদিককের প্রশ্নের সম্মুখীন হন সালাহ। তবে কোচের সঙ্গে সম্পর্ক নিয়ে কোনো কথাই বলেননি তিনি।

সালাহর সঙ্গে সম্পর্ক নিয়ে কোনো কথা বলেননি ক্লপও। প্রশ্নের মুখোমুখি হলেও লিভারপুল কোচ সেটি এড়িয়ে গেছেন। ক্লপ বলেন, ‘আমরা সেটি নিয়ে ড্রেসিংরুমে কথা বলেছি। আমার পক্ষ থেকে এটাই করা হয়েছে। এছাড়া আর কিছু হয়নি।’

আগামী মৌসুমে সালাহর সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হবে লিভারপুলের। গেল ফেব্রুয়ারিতে ফুটবল বিষয়ক ওয়েবসাইট ইএসপিএন তাদের নিজস্ব সূত্রে জানিয়েছে, লিভারপুলের সঙ্গে চুক্তির মেয়াদ শেষে সৌদি আরবের প্রো লিগে কোনো ক্লাবে যোগ দেবেন সালাহ।

Link copied!