• ঢাকা
  • রবিবার, ২৮ এপ্রিল, ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১, ১৯ শাওয়াল ১৪৪৫

‘বড় দল হতে গেলে এভাবেই খেলতে হবে’


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: মার্চ ৩১, ২০২৩, ০৫:৫০ পিএম
‘বড় দল হতে গেলে এভাবেই খেলতে হবে’
ফাইল ছবি

ইংল্যান্ড সিরিজ থেকে নতুন অ্যাপ্রোচে টি-টোয়েন্টি ক্রিকেট খেলা শুরু করেছে বাংলাদেশ। সেই ধারা বজায় থেকে আয়ারল্যান্ড সিরিজের প্রথম দুই ম্যাচেও। আগ্রাসী ব্যাটিংয়ে টানা দুই ম্যাচে দুইশোর বেশি রান করেছে টাইগাররা। তবে সিরিজ জয়ের পর তৃতীয় ম্যাচে এসে খেই হারিয়েছে সাকিব আল হাসানের দল।

ব্যাটারদের আসা যাওয়ার মিছিলে টাইগাররা গুটিয়ে গিয়েছে মাত্র ১২৪ রানে। তাহলে কি নিজেদের অ্যাপ্রোচ নিয়ে পুনরায় ভাববে বাংলাদেশ, এমন প্রশ্ন ঘুরে বেড়াচ্ছে। তবে ম্যাচ শেষে অধিনায়ক সাকিব জানিয়ে দিয়েছেন, নিজেদের অ্যাপ্রোচে বদল আনবেন না।

সাকিব বলেন, “আমরা আমাদের অ্যাপ্রোচ বদলাতে চাই না। বড় দল হতে গেলে আমাদের এভাবেই খেলতে হবে। কিছুদিন এমন যাবে যেদিন ভালো করবো না। কিন্তু আমরা আমাদের ক্রিকেটই খেলতে চাই।”

এই ম্যাচে যেটা হয়েছে সেটা হতেই পারে তবে এভাবেই খেলে যেতে হবে বলে মনে করেন সাকিব। নিজেদের খেলা নিয়েও দারুণ সন্তষ্ট সাকিব, আজকের বাজে দিনটাকে আয়ারল্যান্ডের ভালো দিন বলে আখ্যা দেন তিনি।

“আমরা ভালো ব্যাটিং করিনি, ক্রমাগত উইকেট হারিয়েছি। তবে এটা হতে পারে, যদি আমরা একই (আগ্রাসী) অ্যাপ্রোচে খেলি তাহলে মাঝেমধ্যে এটা কাজে আসবে না। তবে এভাবেই খেলতে হবে। আমরা ভালো খেলেছি, ইংল্যান্ড সিরিজের পরও একই অ্যাপ্রোচ ধরে রেখেছি। আমরা দুই ম্যাচে (আয়ারল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে) ভালো খেলেছি এবং আজ আয়ারল্যান্ডের দিন ছিল” যোগ করেন টাইগারদের অধিনায়ক।

 

Link copied!