• ঢাকা
  • রবিবার, ২৮ এপ্রিল, ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১, ১৯ শাওয়াল ১৪৪৫

টেনিস কোর্টে মৌমাছির হানা, বন্ধ থাকল খেলা


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: মার্চ ১৫, ২০২৪, ০৫:২৫ পিএম
টেনিস কোর্টে মৌমাছির হানা, বন্ধ থাকল খেলা
কোর্টে প্রবেশের সময় স্পেনের টেনিস তারকা আলকারাজকে মৌমাছি কামড়ে দেয়। ছবি : সংগৃহীত

ইন্ডিয়ান ওয়েলস টেনিস আসরে আলেকজান্ডার জাভেরেভের বিপক্ষে কোয়ার্টার ফাইনাল ম্যাচ ছিল উইম্বলডন চ্যাম্পিয়ন কার্লোস আলকারাজের। কিন্তু আলকারেজ যখন কোর্টে প্রবেশ করছিলেন, তখন বিশাল সংখ্যক মৌমাছি তাকে কামড় দেয়। 

মৌমাছির আক্রমণের মধ্যে আলকারাজের কপালে দাগ পড়ে যায়। আলকারাজ আম্পায়ার মোহাম্মদ লাহিয়ানিকে খেলা দেরিতে শুরু করার আনুরোধ জানান। আম্পায়ার তার অনুরোধে ম্যাচ দেড় ঘণ্টারও বেশি সময় পর শুরু করেন।

ম্যাচে অবশ্য স্পেনের তারকা খেলোয়াড় আলকারাজ সরাসরি ৬-৩ ও ৬-১ সেটে জাভেরেভকে হারিয়ে শেষ চারে জায়গা করে নেন।  

আলকারাজ বলেছেন, ‘নিশ্চয়ই, আমি আমার ক্যারিয়ারে সবচেয়ে অস্বাভাবিক ম্যাচ খেলেছি। আমি চারপাশে কিছু মৌমাছি দেখে ভেবেছিলাম তারা মাত্র কয়েকটি হবে। কিন্তু আমি পরে আকাশে দেখেছি হাজার হাজার মৌমাছি। আমি খানিকটা ভয় পেয়েও যাই। শেষ পর্যন্ত দৌড়ে পালাই।’

আলকারাজ এখন অস্ট্রেলিয়ান ওপেন চ্যাম্পিয়ন জ্যানিক সিনারের বিরুদ্ধে সেমিফাইনালে লড়বেন।

 

Link copied!