• ঢাকা
  • শুক্রবার, ০৩ মে, ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১, ২৩ শাওয়াল ১৪৪৫
বাংলাদেশ-ভারত সিরিজ

বাকি দুই ম্যাচেও অনিশ্চিত তাসকিন


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ডিসেম্বর ৬, ২০২২, ০২:৩৫ পিএম
বাকি দুই ম্যাচেও অনিশ্চিত তাসকিন

ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজ শুরুর আগেই বড় ধাক্কা লেগেছিল বাংলাদেশ শিবিরে। ইনজুরিতে পুরো সিরিজ থেকেই ছিটকে গিয়েছেন নিয়মিত অধিনায়ক তামিম ইকবাল। এছাড়া প্রথম ম্যাচে ছিলেন পেসার তাসকিন আহমেদ। তখন টিম ম্যানেজমেন্টের পক্ষ থেকে বলা হয়েছিল বাকি দুই ম্যাচে খেলবেন এই ডান হাতি পেসার।

তবে এবার টাইগারদের হেড কোচ বললেন, পুরো ওয়ানডে সিরিজেই বিশ্রাম দেওয়া হতে পারে। ওয়ানডে সিরিজ শেষে ভারতের  বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে বাংলাদেশ। ফলে টেস্ট সিরিজের আগে তাসকিনকে নিয়ে ঝুঁকি নিতে চায় না টিম ম্যানেজমেন্ট।

দ্বিতীয় সংবাদ সম্মেলনে ডমিঙ্গো বলেন, “তাসকিনকে তিন-চার দিন আগে ইঞ্জেকশন দেয়া হয়েছে। গতকাল জিম করেছে, আজ ৫-৬ ওভার বোলিং করেছে। দ্বিতীয় ম্যাচে ওকে খেলানোর ঝুঁকি নেব কিনা আমি নিশ্চিত নই। সামনে আমাদের দুটি টেস্ট আছে, এছাড়া বাকি বোলারদেরও ম্যাচ খেলিয়ে উন্নতি করার সুযোগ  দিতে হবে।”

তাসকিনকে ছাড়াই অবশ্য প্রথম ওয়ানডেতে ভারতের ব্যাটিং লাইনআপ গুড়িয়ে দিয়েছে বাংলাদেশ। যেখানে পাঁচ উইকেট নিয়ে সাকিব আল হাসান ও চার উইকেট নিয়ে এবাদত হোসেন সবচেয়ে বড় ভূমিকা রেখেছে। 

প্রথম ওয়ানডে জেতার পর এখন ফুরফুরে মেজাজে রয়েছে টাইগাররা। বুধবার (৭ নভেম্বর) সিরিজের দ্বিতীয় ম্যাচে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। এই ম্যাচ জিতলেই এক ম্যাচ হাতে রেখে সিরিজ জয় নিশ্চিত করবে টাইগাররা। 

Link copied!