• ঢাকা
  • রবিবার, ০৫ মে, ২০২৪, ২৩ বৈশাখ ১৪৩১, ২৬ শাওয়াল ১৪৪৫

বিপিএলে ছক্কার সেঞ্চুরি, প্রথম বাংলাদেশি তামিম


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ফেব্রুয়ারি ১৪, ২০২৪, ০৫:৫৮ পিএম
বিপিএলে ছক্কার সেঞ্চুরি, প্রথম বাংলাদেশি তামিম
ছক্কা হাঁকানোর পর তামিমকে (বাঁয়ে) শেহজাদের অভিনন্দন। ছবি: সংগৃহীত

রানের সেঞ্চুরির দেখা ক্যারিয়ারে অনেক বারই পেয়েছেন তামিম ইকবাল। এবার ছক্কার সেঞ্চুরি করলেন দেশসেরা এই ওপেনার।  বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ইতিহাসে প্রথম বাংলাদেশি হিসেবে ১০০ ছক্কার মাইলফলক গড়লেন তামিম।  

ফরচুন বরিশাল অধিনায়ক তামিম বুধবার চট্টগ্রামে ছুঁয়ে ফেললেন তিন অঙ্কের কাঙ্খিত ওই সংখ্যা। দুরন্ত ঢাকার বিপক্ষে ৪৫ বলে ৭১ রানের ইনিংসে ৪টি ছক্কা মেরেছেন তামিম। ৪ ছক্কার দ্বিতীয়টিতেই বাংলাদেশের প্রথম ব্যাটসম্যান হিসেবে বিপিএলে ওই মাইলফলকে পৌঁছে দেয় তামিমকে

বিপিএল ইতিহাসে ছক্কায় তামিমের ওপরে আছেন শুধু ক্রিস গেইল। ওই ক্যারিবীয় তারকা বিপিএলে ১৪৩টি ছক্কা মেরেছেন, সেটিও মাত্র ৫২ ইনিংসে। ১০০ ছক্কা পেতে তামিমকে খেলতে হলো ৯৭ ইনিংস। তামিম এবারের বিপিএল শুরু করেছিলেন ৯৩ ছক্কা নিয়ে। প্রথম ৮ ম্যাচে ৬ ছক্কা মেরে সংখ্যাটাকে ৯৯-এ নিয়ে যান এই বাঁহাতি ওপেনার।

বিপিএলে বাংলাদেশের ব্যাটসম্যানদের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ ৯৭টি ছক্কা যৌথভাবে ইমরুল কায়েস ও মুশফিকুর রহিমের। 
 

Link copied!