ইনজুরির কারণে আফগানিস্তানে বিপক্ষে একমাত্র টেস্টে দলে নেই সাকিব আল হাসান। তারপরও খুশির খবর পেয়েছেন টাইগার অলরাউন্ডার। ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সি্লের (আইসিসি) র্যাঙ্কিয়ে এগিয়েছেন এই পোস্টার বয়। তবে এই র্যাঙ্কিয়ে পিছিয়েছেন সাকিবের সতীর্থ উইকেটরক্ষক ব্যাটার মুশফিকুর রহিম।
আগামী ১৪ জুন আফগানদের বিপক্ষে টেস্ট খেলবে বাংলাদেশ। এই টেস্টের আগে সাকিব-মুশফিকরা টেস্ট খেলেছে এপ্রিলে আয়ারল্যান্ডের বিপক্ষে। দুই মাস টেস্ট না খেলার পরও বোলারদের রাঙ্কিয়ে এক ধাপ এগিয়েছেন সাকিব আল হাসান। তবে অলরাউন্ডারদের তালিকায় তিন নম্বরেই অপরিবর্তিত আছেন তিনি। আইরিশদের বিপক্ষে ম্যাচসেরা হয়েছিলেন মুশফিকুর রহিম। তবুও টেস্টে ব্যাটারদের তালিকায় পিছিয়েছেন টাইগার উইকেটরক্ষক। সেরাদের তালিকায় ১৮ নম্বর থেকে ১৯ নম্বরে নেমে গেছেন। আয়ারল্যান্ডের বিপক্ষে টেস্টে দুই ইনিংসে যথাক্রমে ১২৬ ও ৫১ রান করে অপরাজিত ছিলেন মুশফিক।
সাকিব চোটে থাকায় টেস্ট দলকে নেতৃত্ব দেবেন লিটন কুমার দাস। ১৪ জুনের ম্যাচ উপলক্ষে মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে অনুশীলন করছে বাংলাদেশ দল। মঙ্গলবার (৬ জুন) সেই অনুশীলন দেখতে হঠাৎই মাঠে উপস্থিত হন সাকিব। দেখা করেন কোচ চান্ডিকা হাথুরুসিংহের সাথেও। মিনিট তিনেক থেকে চলে যান।