• ঢাকা
  • সোমবার, ০৬ মে, ২০২৪, ২৩ বৈশাখ ১৪৩১, ২৬ শাওয়াল ১৪৪৫

বাংলাদেশের বোলিংয়ের প্রশংসায় স্যান্টনার


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ডিসেম্বর ২৭, ২০২৩, ০৬:০৮ পিএম
বাংলাদেশের বোলিংয়ের প্রশংসায় স্যান্টনার
নিউজিল্যান্ড অধিনায়ক স্যান্টনার। ছবি : সংগৃহীত

নিউজিল্যান্ডের বিপক্ষে তৃতীয় ওয়ানডে যেখানে শেষ করেছিল, সেখান থেকেই যেন টি-টোয়েন্টি সিরিজ শুরু করেছে বাংলাদেশ ক্রিকেট দল। নিউজিল্যান্ডের মাটিতে প্রথমবারের মতো ওয়ানডে ম্যাচ জয়ের পর এবার টি-টোয়েন্টিতেও পেয়েছে ঐতিহাসিক এক জয়। বুধবার নেপিয়ারে স্বাগতিকদের ১৩৪ রানে থামিয়ে বাংলাদেশ জিতেছে ৫ উইকেটে।

নিয়মিত অধিনায়ক কেন উইলিয়ামসন চোটের কারণে না থাকায় এই ম্যাচে নিউজিল্যান্ডের নেতৃত্ব দিয়েছেন মিচেল স্যান্টনার। ম্যাচ শেষে বাংলাদেশের  প্রশংসার পাশাপাশি নিজের হতাশার কথাও বলেছেন কিউই অধিনায়ক। হারের জন্য মূলত ব্যাটিংকেই দুষেছেন তিনি। বলেছেন, স্কোর বোর্ডে রান আরেকটু বেশি হলে পরিস্থিতি ভিন্ন হতে পারত।

ম্যাচ শেষে বাংলাদেশের প্রশংসা করে স্যান্টনার বলেছেন, ‘বাংলাদেশকে কৃতিত্ব দিতে হবে। তারা ভালো খেলেছে। ১৫০-১৬০ সম্ভবত ভালো সংগ্রহ হতো। আমরা বল হাতে লড়াই করে চেষ্টা করেছি ম্যাচটাকে রোমাঞ্চকর করতে। কিন্তু ব্যাট হাতে কিন্তু পাওয়ারপ্লেতে আমরা ম্যাচ থেকে ছিটকে গেছি।’

এদিন ৫০ রানে ৫ উইকেট হারানোর পর অধিনায়ক স্যান্টনারের সঙ্গে জুটি গড়ে দলকে টেনে নেন জিমি নিশাম। দলের বিপর্যয়ের মধ্যেও ২৯ বলে চার ৪ ও ৩ ছক্কায় ৪৮ রানের দারুণ এক ইনিংস খেলেছেন নিশাম। তার প্রশংসা করে স্যান্টনার বলেছেন, ‘নিশাম ভালো খেলেছে। সে পরিস্থিতি অনুযায়ী ব্যাটিং করেছে।’

এদিন শুরু থেকেই দারুণ বোলিং করেছে বাংলাদেশের বোলাররা। তবে মাউন্ট মঙ্গানুইয়ে পরের দুই ম্যাচে ঘুরে দাঁড়িয়ে জেতার প্রত্যয়ের কথা বলেছেন স্যান্টনার। তিনি বলেছেন, ‘বাংলাদেশ দুর্দান্ত বোলিং করেছে। হার্ড লেংথে করেছে। ক্রস ব্যাটে খেলা কঠিন ছিল। আশা করি, মাউন্ট মঙ্গানুইয়ে ভিন্ন উইকেটে আমরা ভালো কিছু করতে পারব।’
 

Link copied!