• ঢাকা
  • শনিবার, ০৪ মে, ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১, ২৫ শাওয়াল ১৪৪৫

রাশিয়ান ও বেলারুশিয়ান ক্রীড়াবিদদের অলিম্পিকে সুযোগ দেওয়ার অনুরোধ


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ডিসেম্বর ৬, ২০২৩, ০২:৫৪ পিএম
রাশিয়ান ও বেলারুশিয়ান ক্রীড়াবিদদের অলিম্পিকে সুযোগ দেওয়ার অনুরোধ
ছবি: প্রতীকী

অলিম্পিক ক্রীড়া ফেডারেশনগুলি আসন্ন প্যারিস অলিম্পিকে (২০২৪) রাশিয়ান এবং বেলারুশিয়ান ক্রীড়াবিদদের নিরপেক্ষ হিসাবে হলেও অংশগ্রহণের অনুমতি দিতে আন্তর্জাতিক অলিম্পিক কমিটির প্রতি (আইওসি) অনুরোধ করেছে। 

গত বছরের শুরুর দিকে ইউক্রেনে রাশিয়ার আক্রমণের পর রাশিয়া এবং বেলারুশকে আইওসি নিষেধাজ্ঞা দেয়, তবে তাদেরকে নিষিদ্ধ করেনি।

গত মার্চ মাসে, ফেডারেশনগুলি পৃথক ক্রীড়াবিদদের নিরপেক্ষ হিসাবে অংশগ্রহণ করার সুপারিশ করেছিল, তবে প্যারিস আসর সম্পর্কে এখনও সিদ্ধান্ত নেয়নি আইওসি।

প্যারিস অলিম্পিক ২০২৪ সালের ২৬ জুলাই থেকে ১১ আগস্ট পর্যন্ত চলবে।

আইওসি সভাপতি টমাস বাচ গত সপ্তাহে ইঙ্গিত দিয়েছেন যে, রাশিয়ান এবং বেলারুশিয়ান ক্রীড়াবিদদেও অলিম্পিকে নিরপেক্ষ হিসেবে অংশগ্রহণের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আগামী বছরের মার্চে সংস্থার নির্বাহী বোর্ডের সভায় নেওয়া হবে।

সুইজারল্যান্ডের লুসানে অলিম্পিক শীর্ষ সম্মেলনের পর এই অনুরোধ করে ফেডারেশনগুলি। আইওসি শীর্ষ সম্মেলনে বলেছে যে, যদি ক্রীড়াবিদদের নিরপেক্ষ হিসেবে অংশগ্রহণের অনুমতি দেওয়া হয়, তবে এটি কঠোর শর্তের অধীনে হবে, যার অর্থ তাদের পতাকা, জাতীয় সঙ্গীত বা অন্য কোনও জাতীয় প্রতীক ব্যবহার করা যাবে না।

 

Link copied!