• ঢাকা
  • সোমবার, ০৬ মে, ২০২৪, ২৩ বৈশাখ ১৪৩১, ২৬ শাওয়াল ১৪৪৫

এবছরও সর্বোচ্চ গোলের আশা রোনালদোর


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জানুয়ারি ২, ২০২৪, ০৪:৩৫ পিএম
এবছরও সর্বোচ্চ গোলের আশা রোনালদোর
রোনালদো। ছবি: সংগৃহীত

গেল বছরটা দারুণ কেটেছে পর্তুগালের কিংবদন্তি ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনালদোর। কারণ তিনি এই বছরে বিশ্বের শীর্ষ গোলদাতা হয়েছেন। ক্লাব এবং জাতীয় দলের হয়ে মোট ৫৪টি গোল করেছেন। যেখানে দ্বিতীয় স্থানে থাকা ইংল্যান্ডের হ্যারি কেন ৫২টি গোল করেছেন। ফ্রান্সের কিলিয়ান এমবাপেও ৫২ গোল কওে তৃতীয় স্থানে রয়েছেন। নরওয়ের আর্লিং হালান্ড ৫০ গোল করে রয়েছেন চতুর্থ স্থানে।

রোনালদো গোলডটকমকে বলেছেন, মাইলফলক অর্জন এবং ক্লাব ও দেশকে সাহায্য করতে পেরে তিনি খুব খুশি। ব্যক্তিগত ও দলগতভাবে বছরটা তার খুবই ভালো কেটেছে।  
তিনি বলেন, ‘আমি অনেক গোল করেছি আল-নাসর ও জাতীয় দলের হয়ে, দলকে অনেক সাহায্য করেছি। আমি ভালো অনুভব করছি, আমার দারুণ লাগছে। আমি খুব খুশি। পরের বছর (২০২৪) আমি এটি আবার করার চেষ্টা করব।’

রোনালদোকে বিশ্বের অন্যতম সেরা ফুটবলার হিসাবে বিবেচনা করা হয় এবং তিনি কয়েকটি রেকর্ড গড়েছেন যা ভাঙা কঠিন। তিনি ২০২৩ সালের জানুয়ারিতে সৌদি ক্লাব আল নাসরে যোগ দেন। রিয়াদ-ভিত্তিক ক্লাবটির হয়ে ১৮টি ম্যাচে ২০টি গোল করেন। নয়টি অ্যাসিস্ট করেন। 
 

Link copied!