• ঢাকা
  • সোমবার, ২৯ এপ্রিল, ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১, ১৯ শাওয়াল ১৪৪৫

পিএসজি-এমবাপের সম্পর্ক শেষ হচ্ছে চলতি মৌসুমেই


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ফেব্রুয়ারি ১৬, ২০২৪, ০৩:৩৯ পিএম
পিএসজি-এমবাপের সম্পর্ক শেষ হচ্ছে চলতি মৌসুমেই
কিলিয়ন এমবাপে

বর্তমান সময়ে বিশ্বের অন্যতম সেরা ফুটবল তারকা ফ্রান্সের কিলিয়ন এমবাপের সঙ্গে নিজ দেশের ক্লাব প্যারিস সেইন্ট জার্মেই’র (পিএসজি) সম্পর্ক চলতি মৌসুমেই শেষ হতে যাচ্ছে। এবারই চুক্তির মেয়াদ শেষ হলে ক্লাব ছাড়বেন, পিএসজি কর্তাদের এমন কথাই জানিয়ে দিয়েছেন এই ফরাসী তারক। 

২০১৭ সালে মোনাকো থেকে বড় অঙ্কের ট্রান্সফারে পিএসজিতে এসেছিলেন এমবাপে। এরপর থেকে নিজেকে তিনি মেলে ধরেছেন দারুণভাবে। ২০২২ ক্লাবটির সঙ্গে পুনরায় চুক্তি করেন ২৫ বছর বয়সী এমবাপে। সেই চুক্তি অনুযায়ী ২০২৪ সাল পর্যন্ত তার প্যারিসে থাকার কথা। চুক্তিতে একটি ধারা ছিল, তিনি চাইলে মেয়াদ এক বছর বাড়াতে পারবেন। কিন্তু সেই ধারা চালু করেননি এমবাপে।

অনেক দিন ধরেই এমবাপের রিয়াল মাদ্রিদে যাওয়ার গুঞ্জন চলছে। এরই মধ্যে দলবদলের আলোচনা অনেক দূর এগিয়ে গেছে বলেও সূত্রের খবর। পিএসজির সূত্র বলেছে, ক্লাব ছাড়ার বিষয়ে সব শর্তে এখনো দুই পক্ষ একমত হতে পারেনি। আগামী কয়েক মাসের মধ্যে সবকিছু ঠিক হয়ে গেলে এমবাপে আনুষ্ঠানিক বিবৃতিতে পিএসজি ছাড়ার ঘোষণা দেবেন। এ বছর চুক্তির মেয়াদ শেষ হয়ে গেলে ফ্রি এজেন্ট হিসেবে পিএসজি ছাড়বেন এমবাপে।
 

Link copied!