• ঢাকা
  • মঙ্গলবার, ০৭ মে, ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১, ২৭ শাওয়াল ১৪৪৫

প্রতীকী নোট ছুড়ে বার্সেলোনার বিরুদ্ধে প্রতিবাদ


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: মার্চ ১৩, ২০২৩, ০৭:০৬ পিএম
প্রতীকী নোট ছুড়ে বার্সেলোনার বিরুদ্ধে প্রতিবাদ

লা লিগার ম্যাচে অ্যাথলেটিকো বিলবাওয়ের বিপক্ষে মাঠে নেমেছিল বার্সেলোনা। ম্যাচটিতে ১-০ গোলে জিতেছে স্প্যানিশ ক্লাবটি। এই জয়ে লিগ শিরোপার পথে আরও এক ধাপ এগিয়ে গেছে কাতালানরা। কিন্তু প্রতিপক্ষের মাঠে এক অপ্রীতিকর ঘটনা ঘটেছে।

রোববার রাতে সান মামেসে দুই ক্লাবের মধ্যে লিগা সংঘর্ষের সময় অ্যাথলেটিক ক্লাবের সমর্থকরা বার্সেলোনাকে মাফিয়া ডেকেছে। কাগজের ওপর ছাপানো বার্সার ব্যাজ এবং তার পাশে একটি ডলার চিহ্নসহ ‍‍‘মাফিয়া‍‍’ লেখা ব্যাংকনোট স্টেডিয়ামে ছুড়ে দেয় তারা।

টেকনিক্যাল কমিটির রেফারিদের (সিটিএ) সাবেক ভাইস প্রেসিডেন্ট হোসে মারিয়া এনরিকেজ নেগ্রেইরাকে বার্সার দেওয়া অর্থ প্রদানের বিষয়ে তদন্ত করা হচ্ছে, এমন নিশ্চিতকরণের পরিপ্রেক্ষিতে এই প্রতিবাদ করা হয়েছে।

২০১৬ সালে ৫ লাখ ৩২ হাজার ৭২৮ ইউরো, ২০১৭ সালে ৫ লাখ ৪১ হাজার ৭৫২ ইউরো ও ২০১৮ সালে ৩ লাখ ১৮ হাজার ২০০ ইউরোর বিনিমিয়ে এই লেনদেন হয়েছে বলে দাবি করেছে একাধিক স্প্যানিশ গণমাধ্যম। প্রসিকিউটররা এই কেলেঙ্কারি নিয়ে ক্লাবের তদন্ত করছেন। তবে প্রেসিডেন্ট জোয়ান লাপোর্তা জোর দিয়ে বলেছেন বার্সা নির্দোষ।

বার্সেলোনার বিরুদ্ধে মামলা নিষ্পত্তি হতে অনেক সময় লাগতে পারে। কারণ সম্ভাব্য দীর্ঘ আইনি প্রক্রিয়া কেবল শুরু হয়েছে।

Link copied!