• ঢাকা
  • রবিবার, ২৮ এপ্রিল, ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১, ১৯ শাওয়াল ১৪৪৫

বিশ্বকাপে তামিমের অধিনায়কত্ব নিয়ে যা বললেন পাপন


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: জুলাই ২৩, ২০২৩, ০৮:০০ পিএম
বিশ্বকাপে তামিমের অধিনায়কত্ব নিয়ে যা বললেন পাপন

ভারতের আহমেদাবাদে আগামী ৫ অক্টোবর শুরু হচ্ছে ওয়ানডে বিশ্বকাপ। এতে বাংলাদেশ দলকে তামিম ইকবাল নেতৃত্ব দেবেন বলে জানিয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।

রোববার (২৩ জুলাই) সংবাদমাধ্যমকে তিনি এ তথ্য জানিয়েছেন।

নাজমুল হাসান পাপন বলেন, “আমি একটা সিম্পল জিনিস বলে দেই। বিশ্বকাপে আমাদের অধিনায়ক তামিম। এটা নিয়ে তো কোনো সন্দেহ নেই। তামিম যেহেতু দুইটা ম্যাচ খেলেনি, তখন লিটন অধিনায়ক ছিল। এখন যদি তামিম ফিরে আসে, তাহলে সেই অধিনায়ক হবে। ও না এলে আরেকজন হবে। আমরা তো শিওর না, ও কোন ম্যাচটা খেলতে পারবে, কখন থেকে খেলতে পারবে।”

গত ৬ জুলাই আফগানিস্তানের বিপক্ষে সবশেষ তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম খেলা শেষেই হঠাৎ করে অভিমানে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দেন তামিম ইকবাল। তার এমন সিদ্ধান্ত অবাক হয় পুরো দেশ। শেষ পর্যন্ত প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে অভিমান ভুলে দেড় মাস পর ক্রিকেটে ফেরার আশ্বাস দেন তামিম।

বর্তমানে পিঠের চিকিৎসা করাতে বিদেশ সফরে আছেন বাংলাদেশি এই ওপেনার।

Link copied!