• ঢাকা
  • সোমবার, ০৬ মে, ২০২৪, ২৩ বৈশাখ ১৪৩১, ২৬ শাওয়াল ১৪৪৫

নিউজিল্যান্ডের দ্বিতীয় উইকেটের পতন ৫৮ রানে, শিকারী সাকিব


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ডিসেম্বর ২৯, ২০২৩, ১২:৫৩ পিএম
নিউজিল্যান্ডের দ্বিতীয় উইকেটের পতন ৫৮ রানে, শিকারী সাকিব
তানজিম সাকিব। ছবি : সংগৃহীত

সিরিজের প্রথম টি-টোয়েন্টি  ক্রিকেট ম্যাচে ৫ উইকেটে জিতেছিল বাংলাদেশ। ফলে প্রথমবারের মতো এগিয়ে থেকে নিউজিল্যান্ডের মাটিতে কোনো সিরিজ খেলতে নামছে টাইগাররা। এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিত করার সুযোগ থাকছে নাজমুল হোসেন শান্তর দলের সামনে। 

শুরুতেই উইকেট হারালো স্বাগতিকরা। দলীয় ৯ রানে অ্যালেনের উইকেটটি লাভ করেন পেসার শরিফুল ইসলাম। দলীয় ৫৮ রানে সেইফার্টের উইকেটটি নেন তানজিম সাকিব। অধিনায়ক সেইফার্ট করেন ৪৩ রান।

শুক্রবার মাউন্ট মঙ্গানুইয়ের বে ওভালে দ্বিতীয় ম্যাটে টসে জিতে নিউজিল্যান্ডকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।

ম্যাচে বাংলাদেশ একাদশে পরিবর্তন এসেছে। ওপেনিংয়ে লিটন কুমার দাস  খেলছেন না। প্রথম ম্যাচে নেপিয়ারে ব্যাট করার সময় রান নিতে গিয়ে হাঁটুতে চোট পেয়েছিলেন লিটন। সেদিন চোট নিয়েই পুরোটা সময় ব্যাটিং করেছেন। রান নিতে খানিকটা অস্বস্তিতে ভুগছিলেন তা স্পষ্টই বোঝা যাচ্ছিলো। তারপরও দলকে জিতিয়ে অপরাজিত থেকে মাঠ ছেড়েছিলেন।

 

Link copied!