• ঢাকা
  • সোমবার, ০৬ মে, ২০২৪, ২৩ বৈশাখ ১৪৩১, ২৬ শাওয়াল ১৪৪৫

সিলেটে নিউজিল্যান্ড দল, সন্ধ্যায় যাবে বাংলাদেশ


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: নভেম্বর ২২, ২০২৩, ০২:১৬ পিএম
সিলেটে নিউজিল্যান্ড দল, সন্ধ্যায় যাবে বাংলাদেশ
সিলেটে নিউজিল্যান্ড দল। ছবি : সংগৃহীত

দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে গতরাতে ঢাকায় এসে পৌঁছেছে নিউজিল্যান্ড দল। মঙ্গলবার (২১ নভেম্বর) দিবাগত রাতে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে কিউই ক্রিকেটাররা। রাতে টিম হোটেলে বিশ্রাম করে তারা। এরপরই সকালে টেস্ট ভেন্যু সিলেটে চলে যায় নিউজিল্যান্ড দল। সকাল সাড়ে দশটার ফ্লাইটে সিলেট যাওয়ার কথা ছিল নিউজিল্যান্ডের। তকে ফ্লাইট ডিলে থাকায় প্রায় সাড়ে বারোটায় সিলেট গিয়ে পৌঁছায় ব্ল্যাক ক্যাপসরা। তবে সফরকারীরা পৌঁছে গেলেও স্বাগতিক বাংলাদেশ এখনও ম্যাচ ভেন্যুতে যায়নি। টাইগাররা সিলেট যাবে আজ সন্ধ্যায়।

ছবি : সংগৃহীত

বৃহস্পতিবার থেকে অনুশীলন শুরু করবে নিউজিল্যান্ড। টেস্টের আগে একটি দু’দিনের প্রস্তুতি ম্যাচ খেলার কথা ছিল কিউইদের। কিন্তু নিউজিল্যান্ড বোর্ডের অনুরোধে সেই ম্যাচটি বাতিল করা হয়। কারণ, দীর্ঘসময় ধরে বিশ্বকাপে অংশ নেয়া খেলোয়াড়দের বিশ্রাম দিতে চায় তারা।

আগামী ২৮ নভেম্বর সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে প্রথম টেস্ট। ৬ ডিসেম্বর মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট। সিরিজটি ২০২৩-২৫ আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ। নতুন চক্রে এটিই প্রথম সিরিজ বাংলাদেশের।

বিশ্বকাপ চলাকালীন তর্জনী ভেঙে যাওয়া নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসানের অনুপস্থিতিতে বাংলাদেশকে নেতৃত্ব দেবেন নাজমুল হোসেন শান্ত। এক মাসের জন্য পিতৃত্বকালীন ছুটি পেয়েছেন গত জুনে আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের শেষ টেস্টে নেতৃত্ব দেয়া লিটন দাস। 

সিরিজে খেলছেন না অভিজ্ঞ ওপেনার তামিম ইকবাল। ইনজুরির কারণে ছিটকে গেছেন দুই পেসার তাসকিন আহমেদ ও এবাদত হোসেন। নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের জন্য পুনরায় বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের টিম ম্যানেজার হিসেবে নিয়োগ পেয়েছেন তামিমের বড় ভাই নাফিস ইকবাল। 

গত সেপ্টেম্বরে বিশ্বকাপের আগে নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের শেষ ওয়ানডে দ্বিপক্ষীয় সিরিজে টিম ম্যানেজার হিসেবে কাজ করেছিলেন টাইগারদের সাবেক ওপেনার। ওই সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে চলাকালীন হঠাৎ ড্রেসিংরুম ছেড়ে চলে যান নাফিস। পরে জানা যায়, বিশ্বকাপের জন্য বাংলাদেশ দলের অংশ থেকে বাদ দেয়া হয় তাকে।

Link copied!