• ঢাকা
  • সোমবার, ০৬ মে, ২০২৪, ২৩ বৈশাখ ১৪৩১, ২৬ শাওয়াল ১৪৪৫

৫ উইকেট হারিয়ে কাঁপছে নিউজিল্যান্ড


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: ডিসেম্বর ৬, ২০২৩, ০৪:১০ পিএম
৫ উইকেট হারিয়ে কাঁপছে নিউজিল্যান্ড
মিরাজ-তাইজুলের ঘূর্ণিতে ধুঁকছে নিউজিল্যান্ড। ছবি সংগৃহীত

নিজেদের প্রথম ইনিংসের ব্যাট করতে নেমে ব্যাটিং বিপর্যয়ে পড়েছে নিউজিল্যান্ড। মিরাজ-তাইজুলের ঘূর্ণিতে ৫০ রানের মধ্যে ৫ উইকেট হারিয়ে ফেলেছে টিম সাউদির দল।

কিউই শিবিরে প্রথম আঘাত হানেন মেহেদী হাসান মিরাজ। ডেভন কনওয়েকে (১১) বোল্ড করে প্রতিপক্ষের ওপেনিং জুটি ভাঙেন তিনি। সফরকারীদের দলীয় রান তখন ২০। এর কিছুক্ষণ পরই আঘাত হানেন তাইজুল ইসলাম। টম ল্যাথামকে (৪) নুরুল হাসানের গ্লাভসবন্দী করেন তিনি। চারে নামা হেনরি নিকোলসও (১) তাইজুলের শিকার হয়ে মাঠ ছাড়েন। নিউজিল্যান্ডের বোর্ডে তখন ৩০ রান।

নিউজিল্যান্ডের সাবেক অধিনায়ক কেন উইলিয়ামসনকে (১৩) শর্ট লেগে শাহাদাত হোসেনের দুর্দান্ত ক্যাচে পরিণত করেন মিরাজ। মিরাজের সেই ওভারেই এলবিডব্লুর শিকার হয়ে নিউজিল্যান্ডের পঞ্চম ব্যাটার হিসেবে মাঠ ছাড়েন টম ব্ল্যান্ডেল।

এর আগে টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে ১৭২ রানে গুটিয়ে যায় বাংলাদেশ। নিউজিল্যান্ডের তিন স্পিনার মিলে নেন ৮ উইকেট। 

Link copied!