• ঢাকা
  • রবিবার, ০৫ মে, ২০২৪, ২৩ বৈশাখ ১৪৩১, ২৬ শাওয়াল ১৪৪৫

বিপিএলের ম্যাচ দেখতে মিরপুরে প্রচুর দর্শক


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ফেব্রুয়ারি ২৩, ২০২৪, ০৩:০১ পিএম
বিপিএলের ম্যাচ দেখতে মিরপুরে প্রচুর দর্শক
মিরপুরে শুক্রবার বিপিএলের ম্যাচ দেখতে বিপুল সংখ্যক দর্শক উপস্থিত হয়। ছবি: সংগৃহীত

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) গুরুত্বপূর্ণ ম্যাচে মাঠে লড়ছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও ফরচুন বরিশাল। ইতোমধ্যেই টস হেরে তামিম ইকবালের দলের বিপক্ষে ব্যাট করছে লিটন দাসের কুমিল্লা। তারকাঠাসা এই দলের খেলা নিয়ে ছিল বাড়তি আগ্রহ। আর সেটিরই প্রতিফলন দেখা গেছে শুক্রবার মিরপুরে।

তামিম-লিটনদের পাশাপাশি রাসেল-নারিনদেরও দেখতে যেন মিরপুরে এসেছেন অসংখ্য দর্শক। কেউ ব্যানার হাতে, কেউবা ফটো কার্ড হাতে, আবার কেউ কেউ দলের পতাকা নিয়ে এসেছেন। 

দুপুর দুইটা নাগাদ খেলা শুরু হলে গ্যালারি থেকে দর্শকদের স্লোগানে মুখোরিত হয়ে উঠে মিরপুর। শুক্রবার ছুটির দিনে মিরপুরে যেন অন্যরকম আমেজ তৈরী হয়েছে। পাওয়ার প্লেতে ছয়ের পরই যখন ক্যাচ আউটে বিদায় নেন সুনিল নারিন, তখন বরিশালের দর্শকদের উল্লাস ছিল দেখার মতো।

ইতোমধ্যে তিনটি দল বিপিএলের প্লে-অফ নিশ্চিত করেছে। তাদের মধ্যে ১৮ পয়েন্ট নিয়ে সবার শীর্ষে রংপুর রাইডার্স। ১৬ পয়েন্ট নিয়ে দুইয়ে অবস্থান কুমিল্লার। 

কুমিল্লা শেষ ম্যাচ জিতলেও রংপুরের সমান পয়েন্ট হবে তাদের। অন্য দলগুলো তাদের চেয়ে পিছিয়ে আছে বড় ব্যবধানে। তিনে থাকা চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের পয়েন্ট ১৪। তাদেরও প্লে-অফ নিশ্চিত। বাকি থাকা একটি আসনের জন্য লড়ছে ফরচুন বরিশাল ও খুলনা টাইগার্স। এক্ষেত্রে কিছুটা সহজ সমীকরণের সামনে বরিশাল। অন্যদিকে, টানা চার জয়ে আসর শুরু করা খুলনা কার্যত মূত্যুকূপে। যদিও কাগজ-কলমের হিসেব বলছে, এখনও সম্ভব তাদের পক্ষে। 

লিগ পর্বে ১১ ম্যাচ খেলে ছয়টিতে জয় পেয়েছে বরিশাল। এতে মোট ১২ পয়েন্ট নিয়ে টেবিলের চারে রয়েছে তামিম ইকবালের দল। লিগ পর্বের শেষ ম্যাচে শক্তিশালী কুমিল্লার বিপক্ষে মাঠে নামছে বরিশাল। এই ম্যাচে জয় পেলে কোনো সমীকরণই বরিশালকে প্লে-অফ খেলতে আটকাতে পারবে না। কিন্তু হেরে গেলে তাকিয়ে থাকতে হবে খুলনা-সিলেট স্ট্রাইকার্সের ম্যাচের দিকে।
 

Link copied!