• ঢাকা
  • শনিবার, ১৮ মে, ২০২৪, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১,

টানা তিন ম্যাচই ব্যর্থ লিটন


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: মার্চ ৬, ২০২৩, ১২:৩০ পিএম
টানা তিন ম্যাচই ব্যর্থ লিটন

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সোমবার (৬ মার্চ) মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও ইংল্যান্ড। বাংলাদেশ সময় দুপুর ১২টায় হোয়াইটওয়াশ এড়ানোর লক্ষ্যে তৃতীয় ও শেষ ওয়ানডে খেলতে নেমেছে টাইগাররা। ম্যাচে টস জিতে বাংলাদেশ ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়।

ইনিংসের শুরুতেই উইকেট বিলিয়ে দেন ওপেনার লিটন কুমার দাস। স্যাম কুরানের প্রথম ওভারের ৫ নম্বর বলে জস বাটলারকে বল তুলে দেন লিটন। মাত্র ১ রান করে প্যাভিলিয়নে ফেরেন তিনি। এই সিরিজে ব্যর্থ লিটন।

এই নিয়ে টানা তিন ম্যাচেই দুই অঙ্কের ঘরে পৌঁছাতে পারেননি তিনি। ইংল্যান্ডের বিপক্ষে প্রথম ম্যাচে আউট হয়েছেন ৭ রানে। দ্বিতীয় ম্যাচে শূন্য রান ও সিরিজের শেষ ম্যাচেও তার ব্যাট রান পায়নি। টানা দুই ম্যাচে শূন্য রান- লিটনের আন্তর্জাতিক ক্যারিয়ারে এবারই প্রথম।

এদিকে, লিটনের পর তামিম ইকবালও স্থায়ী হতে পারেননি। কুরানের বলেই ভিন্সকে ক্যাচ দিয়ে ফেরেন তিনি। দলীয় ১৭ রানে তামিম আউট হন ব্যক্তিগত ১১ রানে।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত, বাংলাদেশ ৫ ওভার শেষে ২ উইকেট হারিয়ে ১৯ রানে ব্যাট করছে। ক্রিজে আছেন নাজমুল হোসেন শান্ত ও মুশফিকুর রহিম।
 

Link copied!