• ঢাকা
  • বুধবার, ০১ মে, ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১, ২১ শাওয়াল ১৪৪৫

ইনজুরিতে শেষ মাদুশঙ্কার বাংলাদেশ সফর


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: মার্চ ১৭, ২০২৪, ০৬:৪৯ পিএম
ইনজুরিতে শেষ মাদুশঙ্কার বাংলাদেশ সফর
দিলশান মাদুশঙ্কা। ছবি : সংগৃহীত

সফরকারী শ্রীলঙ্কার পেস বোলার দিলশান মাদুশঙ্কা হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়েছেন। তিনি বাংলাদেশ সফরের বাকি ম্যাচগুলোতে আর থাকছেন না। দ্রুত দেশে ফিরে যাবেন। তবে সুস্থ হয়ে মাদুশঙ্কা আইপিএলের দল মুম্বাই ইন্ডিয়ান্সে যোগ দেবেন।

শুক্রবার বাংলাদেশের বিপক্ষে শ্রীলঙ্কার দ্বিতীয় ওয়ানডে চলাকালে ইনজুরিতে পড়ে মাঠ ছাড়েন মাদুশঙ্কা। 
রোববার সকালে ক্রিকেট শ্রীলঙ্কা একটি বিবৃতিতে বলেছে, এমআরআই স্ক্যান নিশ্চিত করেছে যে মাদুশঙ্কা হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়েছেন। শ্রীলঙ্কা দলের ম্যানেজার মাহিন্দা হালাঙ্গোদা বলেছেন, ‘আমরা তার ইনজুরির রিপোর্ট পেয়েছি। তিনি এই প্রথম এই ইনজুরিতে পড়েছেন। আমরা নিশ্চিত নই, তিনি কত দিনে পুরোপুরি সুস্থ হবেন। 

চট্টগ্রামে দ্বিতীয় ওয়ানডেতে শ্রীলঙ্কা তিন উইকেটে জিতে সিরিজে সমতা আনে।  মাদুশঙ্কা বাংলাদেশের প্রথম দুটি উইকেট লাভ করেন। তবে ৬.৪ ওভার বল করার পরই তিনি মাঠ ছেড়ে যান।  

গত বছরের ডিসেম্বরে আইপিএল নিলামে মুম্বাই ইন্ডিয়ান্স মাদুশঙ্কাকে দলেই রেখে দেয়। পুরো সুস্থ হতে সময় লাগবে বলে তিনি মুম্বাই দলের প্রথম কয়েকটি ম্যাচে খেলবেন না। 

মাদুশঙ্কা বাংলাদেশে দুটি ওয়ানডেতে দুটি করে মোট চারটি উইকেট নিয়েছেন। এ পর্যন্ত ২৩টি ওয়ানডেতে ৪১টি উইকেট নিয়েছেন তিনি। ১৪টি টি-

 

Link copied!