• ঢাকা
  • সোমবার, ০৬ মে, ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১, ২৬ শাওয়াল ১৪৪৫

আবুধাবিতে কেনিনের নতুন বছরের প্রস্তুতি


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ডিসেম্বর ২১, ২০২৩, ০৬:১৪ পিএম
আবুধাবিতে কেনিনের নতুন বছরের প্রস্তুতি
সোফিয়া কেনিন। ছবি: সংগৃহীত

রাশিয়ায় জন্মগ্রহণকারী মার্কিন টেনিস তারকা সোফিয়া কেনিন আবুধাবির ইতিহাদ অ্যারেনায় মেটিওরা ওয়ার্ল্ড টেনিস লিগকে নতুন মৌসুমের জন্য সঠিক প্রস্তুতির ক্ষেত্র বলে মনে করছেন।

চলতি বছরে ২৩৫ নম্বরে থেকে শুরু করেন এবং বছর শেষ করছেন ৩৩ নম্বরে। বছরটিতে তিনি লিউডমিলা স্যামসোনোভা ও আরিনা সাবালেঙ্কার মতো শীর্ষ তারকাদের বিরুদ্ধে জয়লাভ করেন। 

২৫ বছর বয়সী কেনিনের এখন লক্ষ্য ২০২৪ সালে আরও ভালো এবং অতীত গৌরব পুনরুদ্ধার করা।

বিশ্বের সাবেক চার নম্বর তারকা বলেন, ‘প্রধান বিষয় হল খেলার অনুভ‚তি ফেরানো, প্রশিক্ষণে কিছু পুরনো কৌশল পুনরায় আয়ত্তে আনা এবং সার্ভ গতি বাড়ানো।আমি শুধু একটি ভাল প্রস্তুতির সময় কাটাতে চেষ্টা করছি। আমি এই মুহূর্তে পুরোপুরি ফিট ও সুস্থ।’

২০২০ সালে অস্ট্রেলিয়ান ওপেনে প্রথম গ্র্যান্ড স্লাম শিরোপা জেতেন কেনিন।  ওই বছরেই ফ্রেঞ্চ ওপেনের ফাইনালেও উঠেন। 

২০২১ সালে অ্যাপেনডিসাইটিসে আক্রান্ত হয়ে তিনি টেনিস থেকে সরে আসতে বাধ্য হন। খেলায় ফিরে এসে কেনিন ২০২২ অস্ট্রেলিয়ান ওপেনে প্রথম রাউন্ডেই হেরে যান। কেনিন এখন নিজের সেই উজ্জ্বল দিনগুলো ফিরে পেতে বদ্ধপরিকর। 
 

Link copied!