• ঢাকা
  • শুক্রবার, ০৩ মে, ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১, ২৩ শাওয়াল ১৪৪৫

ভারত সিরিজের আগে বাংলাদেশ দলে ইনজুরির থাবা


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: ডিসেম্বর ১, ২০২২, ০১:৫৬ পিএম
ভারত সিরিজের আগে বাংলাদেশ দলে ইনজুরির থাবা
ফাইল ছবি

বাংলাদেশ ক্রিকেট লিগের প্রথম রাউন্ড খেলার সময় পিঠের চোটে পড়েছিলেন তাসকিন আহমেদ। চোটের কারণে ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে খেলা হবে না তার। বদলি হিসেবে কক্সবাজার থেকে বাঁহাতি পেসার শরিফুল ইসলামকে উড়িয়ে আনা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছে বিসিবির একটি সূত্র।

বিসিএলের প্রথম রাউন্ডে পাওয়া চোটের কারণে বাকি টুর্নামেন্টে খেলা হয়নি তাসকিনের। ইনজুরি কাটিয়ে একদিন বোলিং অনুশীলনও করেছিলেন। ব্যথা পুরোপুরি সেরে না ওঠায় ভারতের বিপক্ষে প্রথম ওয়ানডেতে তার খেলা হবে না।

ইনজুরি থেকে সেরে উঠতে বুধবার (৩০ নভেম্বর) ব্যথানাশক ইনজেকশন নিয়েছেন তাসকিন। একই দিনে মিরপুরে হওয়া ক্লোজ ডোর প্রস্তুতি ম্যাচেও ছিলেন না।

তাসকিনের বদলি হিসেবে কক্সবাজারে বাংলাদেশ ‘এ’ ও ভারত ‘এ’ দলের মধ্যকার সিরিজের স্কোয়াডে থাকা শরিফুল ইসলামকে ঢাকায় উড়িয়ে আনা হয়েছে। প্রথম ওয়ানডেতে হয়তো তার ওপরই ভরসা করবে টিম ম্যানেজমেন্ট।

এদিকে ওয়ানডে অধিনায়ক তামিম ইকবালও ভুগছেন ইনজুরিতে। বুধবার মিরপুরে হাঁটুর চোটে পড়েছেন তিনি। চোটের গভীরতা বুঝতে বৃহস্পতিবার (১ ডিসেম্বর) তার হাঁটুতে স্ক্যান করানো হবে।

Link copied!