• ঢাকা
  • রবিবার, ০৫ মে, ২০২৪, ২৩ বৈশাখ ১৪৩১, ২৬ শাওয়াল ১৪৪৫

হাতে চুড়ি পড়ে হিলি বাংলা শিখছেন নিগারের কাছে


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: মার্চ ৩১, ২০২৪, ০৭:০১ পিএম
হাতে চুড়ি পড়ে হিলি বাংলা শিখছেন নিগারের কাছে
অ্যালিসা হিলির হাতে সূতি শাড়ি। তার সঙ্গে সেলফি তুলছেন নিগার। ছবি : সংগৃহীত

১৯৫২ সালে বাংলা ভাষার জন্য প্রাণ দিয়েছেন এদেশের সালাম, রফিক, বরকত, জব্বার, শফিক সহ নাম না জানা অনেকেই। হয়তো বা এই কারণে ভাষাটির প্রতি বিশেষ আকর্ষণ রয়েছে অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেট দলের অধিনায়ক অ্যালিসা হিলির। বাংলাদেশ সফরে রয়েছে অজি নারী দলটি।

বাংলাদেশে অবস্থানকালে বাংলা ভাষা শিখছেন হিলি। আর তাকে বাংলা শেখাচ্ছেন বাংলাদেশ দলেরই অধিনায়ক নিগার সুলতানা। 

সাদা বলের সিরিজ খেলতে অস্ট্রেলিয়ার এই সফরে সুযোগ পেয়ে বাংলা শিখে নিচ্ছেন হিলি। হিলি আবার কলকাতা নাইট রাইডার্সের হয়ে আইপিএল খেলা অজি তারকা মিচেল স্টার্কের স্ত্রী।

তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ৩-০ ব্যবধানে জয়লাভের পর তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলছে অজি নারী দল। রোববার প্রথম ম্যাচে বাংলাদেশের বিপক্ষে ১০ উইকেটে জিতেছে সফরকারী দলটি।

অস্ট্রেলিয়ার অধিনায়ক হিলি যে নিগারের কাছে বাংলা শিখছেন, তার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। 

সিরিজ শুরুর আগে শনিবার রসগোল্লাও খেয়েছেন হিলি। বাংলাদেশের মিষ্টির স্বাদ পছন্দ হয়েছে তার। অজি অধিনায়কের হাতে দেখা গিয়েছে বাংলাদেশের ঐতিহ্যবাহী সংস্কৃতির অংশ কাচের চুড়িও। তার হাতে সূতি শাড়ি দিয়ে সেলফিও তুলেছেন নিগার। আসলে বাংলাদেশের সংস্কৃতির সঙ্গে পরিচিত হওয়ার চেষ্টা করছেন স্টার্কের স্ত্রী। 

উল্লেখ্য, নারীদের ক্রিকেটে বিশ্বের অন্যতম সেরা উইকেটরক্ষক-ব্যাটার হিসাবে বিবেচনা করা হয় হিলিকে।
 

Link copied!