• ঢাকা
  • বুধবার, ০১ মে, ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১, ২১ শাওয়াল ১৪৪৫

সর্বনিম্ন রান করে গুজরাট হারলো দিল্লির কাছে


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: এপ্রিল ১৮, ২০২৪, ০১:৫৩ পিএম
সর্বনিম্ন রান করে গুজরাট হারলো দিল্লির কাছে
গুজরাটের উইকেট পতনের পর দিল্লির খেলোয়াড়দের উল্লাস। ছবি: সংগৃহীত

এবার ভারতের আইপিএলে প্রতিটা ম্যাচেই চলছে রানবন্যা। অথচ, এরই মাঝে গুজরাট টাইটানসকে সর্বনিম্ন (চলতি মৌসুমের) ৮৯ রানে অলআউট করে হেসেখেলে জয় পেয়েছে দিল্লি ক্যাপিটালস। জবাবে ব্যাট করতে নেমে রাজধানীর ফ্র্যাঞ্চাইজিটি এই ম্যাচ জিতে নিয়েছে মাত্র ৮.৫ ওভারে ৬ উইকেট হাতে রেখে।

বুধবার রাতে আহমেদাবাদের নরেন্দ্র মোদি ক্রিকেট স্টেডিয়ামে রিশাভ পান্তের দিল্লির বিপক্ষে ১৭.৩ ওভারে অলআউট হয়েছে শুভমান গিলের দল গুজরাট।

ঘরের মাঠে টস হেরে ব্যাট করতে নেমে গুজরাটের প্রথম সাত ব্যাটারের পাঁচজনই দশের নিচে আউট হয়েছেন। এই তালিকায় আছে শুভমান গিল (৮), ডেভিড মিলারের (২) মতো ব্যাটারের নাম।

আট নম্বরে নামা রশিদ খান ২৪ বলে ৩১ রানের ইনিংস না খেললে গুজরাটের লজ্জা আরও বড় হতো।

জবাবে ব্যাট করতে নেমে প্রথমবারের মতো আইপিএল খেলতে আসা জ্যাক ফ্রেজার ম্যাকগ্রা করেন সর্বোচ্চ ২০ (১০ বলে) রান। শাই হোপ করেন ১০ বলে ১৯ রান। ৭ বলে ১৫ রান করেন অভিষেক পোরেল। ১১ বলে ১৬ রান করে দল জিতিয়ে মাঠ ছাড়েন অধিনায়ক পান্ত। দুটি স্ট্যাম্প করা ও ক্যাচ লুফে নেওয়া এই পান্তই হন ম্যাচসেরা।

দিল্লির মুকেশ কুমার ১৪ রানে ৩টি, ইশান্ত শর্মা ৮ রানে ২টি আর ত্রিস্তান স্টাবস ১১ রানে নেন ২টি উইকেট। গুজরাটের হয়ে সন্দ্বীপ ওয়ারিয়র নেন ২টি উইকেট।

Link copied!