• ঢাকা
  • রবিবার, ০৫ মে, ২০২৪, ২৩ বৈশাখ ১৪৩১, ২৬ শাওয়াল ১৪৪৫

নারী পরিচালক বাড়ল ক্যারিবীয় ক্রিকেট বোর্ডে


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: এপ্রিল ৯, ২০২৪, ০৩:৫৪ পিএম
নারী পরিচালক বাড়ল ক্যারিবীয় ক্রিকেট বোর্ডে
ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডের তিন নারী পরিচালক। ছবি: সংগৃহীত

বিশ্বের সবখানেই নারীদের শক্ত অবস্থান লক্ষ করা যাচ্ছে। কোনো দেশেই নারীরা এখন আর ঘরে বসে থাকছে না। সব কাজেই তারা সম্পৃক্ত হচ্ছেন পুরুষদের পাশাপাশি। ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডের সঙ্গে যুক্ত হলেন আরও দুই নারী পরিচালক। 

সম্প্রতি বোর্ড একটি সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ‘বোর্ড অব ডিরেক্টরসে নতুন দুজন নারীকে অন্তর্ভুক্ত করা হয়েছে। এর আগে একজন নারী ডিরেক্টর ছিলেন ক্যারিবিয়ান বোর্ডে।’

এবারের বোর্ডে নতুন করে ডিয়ান ক্যাম্পবেল ও লুইস ভিক্টর-ফ্রেডেরিক যুক্ত হয়েছেন। এ ছাড়া ডেব্রা কোরিয়াট-প্যাটন ফিরেছেন আবারও বোর্ডে। ডিয়ান ক্যাম্পবেল জ্যামাইকান ক্রিকেট প্রশাসক। তিনি হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্টে মাস্টার্স ডিগ্রিধারী।

এ ছাড়া সেন্ট লুসিয়ার লুইস ভিক্টর-ফ্রেডেরিক একজন নামকরা ব্র্যান্ডিং ও কমিউনিকেশন কৌশলবিদ। এদিকে আবারে বোর্ডে ফেরা ডেব্রা কোরিয়াট-প্যাটন ত্রিনিদাদ অ্যান্ড টোবাগোর অ্যাটর্নি অ্যাট ল’।

এই তিন নারী ছাড়াও হাল্লাম নিকোলস আবারও ইন্ডিপেনডেন্ট ডিরেক্টর হিসেবে যুক্ত হয়েছেন। এই চারজনের নিয়োগের মেয়াদ শেষ হবে ২০২৫ সালের মার্চে। 

Link copied!