• ঢাকা
  • সোমবার, ০৬ মে, ২০২৪, ২৩ বৈশাখ ১৪৩১, ২৬ শাওয়াল ১৪৪৫

ডোপ কলঙ্কমুক্ত নারী টেনিস খেলোয়াড় তারা মুর


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ডিসেম্বর ২৪, ২০২৩, ০২:১২ পিএম
ডোপ কলঙ্কমুক্ত নারী টেনিস খেলোয়াড় তারা মুর
নারী টেনিস খেলোয়াড় তারা মুর। ছবি: সংগৃহীত

নষ্ট মাংস খাওয়ার কারণেই ডোপিং টেস্টে ব্যর্থ হয়েছিলেন ইংল্যান্ডের নারী টেনিস খেলোয়াড় তারা মুর। একটি প্যানেল এই রায় দেওয়ার পর তিনি আবারো খেলায় ফিরে আসার যোগ্য বলে বিবেচিত হচ্ছেন।

২০২২ সালের ৩১ মে মাসে যখন মুরকে অস্থায়ীভাবে নিষিদ্ধ করা হয়েছিল, তখন ব্রিটেনের শীর্ষস্থানীয় মহিলা ডাবলস খেলোয়াড় ছিলেন তিনি।  

মুর অবশ্য তখন স্পষ্টভাবেই বলেছিলেন, আমি কখনোই জেনেশুনে নিষিদ্ধ পদার্থ গ্রহণ করি না। তিনি তখন নিজেকে একজন ‘পরিচ্ছন্ন ক্রীড়াবিদ’ বলেও তখন দাবি করেছিলেন।

একটি স্বাধীন ট্রাইব্যুনাল অনুসন্ধানের পর বলেছে, অভিযোগ উঠলেও মুর আসলে কোনো দোষ বা অবহেলা করেননি।

২০২২ সালের এপ্রিলে কলম্বিয়ার রাজধানী বোগোটায় একটি টেনিস আসর চলাকালে ডোপ টেস্টে মুরের শরীরে নিষিদ্ধ পদার্থ ন্যান্ড্রোলোন মেটাবোলিটেস ও  বোল্ডেনোন পাওয়া যায়। পরে তাকে নিষিদ্ধ করা হয়। 

এবার নতুন করে রায় নিজের পক্ষে আসার পর প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে মুর বলেন, তিনি ক্যারিয়ার থেকে ১৯টি মাস হারিয়ে ফেলেছেন, সঙ্গে ভোগ করেছেন মানসিক যন্ত্রণা। আর মামলার ফলে তার সুনামও ক্ষতিগ্রস্ত হয়েছে। তাছাড়া, আগের অবস্থায় ফিরে আসতে তার ১৯ মাসেরও বেশি সময় লাগবে।

 

Link copied!