• ঢাকা
  • সোমবার, ২৯ এপ্রিল, ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১, ১৯ শাওয়াল ১৪৪৫

ঢাকার দশম হার, জয়ে ফিরলো খুলনা


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ফেব্রুয়ারি ১৬, ২০২৪, ০৬:১৭ পিএম
ঢাকার দশম হার, জয়ে ফিরলো খুলনা
অধিনায়ক মোসাদ্দেক (বাঁয়ে) চেষ্টা করেও দলের ইনিংস বড় করতে পরেননি। ছবি: সংগৃহীত

দূরন্ত ঢাকা দল এবার বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) শুভসূচনা করেছিল জয় দিয়ে। অথচ, তারপর থেকে টানা হার। শুক্রবার ঢাকা টানা দশম বারের মতো পরাজিত হলো। প্রতিপক্ষ খুলনা টাইগার্স টানা পাঁচ হারের পর জয়ে ফিরলো। জিতলো ৫ উইকেটে। 

খুলনা ১০ পয়েন্ট নিয়ে ফরচুন বরিশালের সঙ্গে যৌথভাবে তৃতীয় স্থানে রয়েছে, ঢাকা ২ পয়েন্টে সবার নীচে। 

শুক্রবার চট্টগ্রাম স্টেডিয়ামে ম্যাচে ঢাকার ৭ উইকেটে ১২৮ রানের জবাবে খুলনা ১৫.২ ওভারে ৫ উইকেটে ১৩১ রান করে। 

এনামুল হক বিজয়ের দল খুলনা ছোট লক্ষ্য তাড়ায় শুরুটা ভালো করেনি। অধিনায়ক বিজয় ফেরেন ডাক মেরে। আরেক ওপেনার এভিন লুইস ফিরেছেন ৪ রানে। মিডলঅর্ডারে পারভেজ হোসেন ইমন, শাই হোপ ও আফিফ হোসেনের মাঝারি ধরনের ইনিংসের উপর ভর করে সহজ লক্ষ্য টপকে ফেলে খুুলনা। ৩০ বলে ৪০ রান করেন পারভেজ ৪টি ছক্কা হাঁকিয়ে। শাই হোপ করেছেন ২৮ বলে ৩২ রান। আর ২১ বলে ৪৩ রানের ঝোড়ো ইনিংস খেলেছেন আফিফ। 

ঢাকার শরিফুল ইসলাম ও তাসকিন আহমেদ ২টি করে উইকেট লাভ করেন। 

এরআগে, ব্যাটিংয়ের শুরুটাই ছিল বাজে। মাত্র ৫ রানে নাঈম সাজঘরে ফিরলে ভাঙ্গে ১৮ রানের উদ্বোধনী জুটি। সাইফ হাসান গোল্ডেন ডাক খেয়েছেন। উইকেটে থিতু হলেও অ্যাডাম রসিংটন ১২ বলে ১৮ রান করেই বিদায় নেন। মাত্র ২৭ রানের মধ্যেই টপ অর্ডারের তিন ব্যাটারকে হারায় ঢাকা। এরপর অ্যালেক্স রস ও ইরফান শুক্কুর দলের হাল ধরেন। তবে দুজনই সমান ২৫ রান করে আউট হয়েছেন। দলীয় শতক স্পর্শ করার আগেই ৬ ব্যাটারকে হারিয়ে অলআউটের শঙ্কায় পড়েছিল ঢাকা। তবে শেষদিকে মোসাদ্দেক হোসেন ২৬ রানের ভালো ইনিংস খেলেন। 

খুলনার ওয়েনি পারনেল (ম্যাচসেরা) ও মুকিদুল ইসলাম ৩টি করে উইকেট পান। 
 

Link copied!