• ঢাকা
  • বুধবার, ০১ মে, ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১, ২১ শাওয়াল ১৪৪৫

মোস্তাফিজে মুগ্ধ ক্রিকেট বিশ্ব


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: মার্চ ২৩, ২০২৪, ০৩:৪৩ পিএম
মোস্তাফিজে মুগ্ধ ক্রিকেট বিশ্ব
মোস্তাফিজুর রহমান। ছবি : সংগৃহীত

মোস্তাফিজুর রহমানের ফর্ম ভালো যাচ্ছিল না। সর্বশেষ বল হাতে প্রচুর রান দেন তিনি শ্রীলঙ্কার সঙ্গে ওয়ানডেতে। তাই ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) তাকে নিয়ে যথেষ্ঠ সন্দেহ ছিল সকলের। কিন্তু এইসব পিছনে ফেলে বাংলাদেশি পেসার মোস্তাফিজ দুর্দান্ত বোলিং করে আইপিএলের উদ্বোধনী ম্যাচে হলেন জয়ের নায়ক। তার অসাধারণ নৈপূণ্যে মুগ্ধ ক্রিকেট বিশ্ব। 

শ্রীলঙ্কা সিরিজের শেষ ওয়ানডেও মোস্তাফিজ খেলেছেন আরেক পেসার তানজিম হাসান সাকিবের ইনজুরির কারণে। 

অথচ, আইপিএলে চেন্নাইয়ের জার্সিতে মনোমুগ্ধকর যাত্রা হলো তার। ৪ ওভারে ২৯ রান দিয়ে ৪ উইকেট দখল। তার শিকার বিরাট কোহলি, ফাফ ডু প্লেসিস, ক্যামেরন গ্রিনের মত তারকারা। পেয়েছেন ‘ম্যান অব দ্য ম্যাচ’ এবং ‘ফ্যান্টাসি প্লেয়ার অব দ্য ম্যাচ’ পুরস্কার। 

চেন্নাইয়ের অধিনায়ক রুতুরাজ গায়কোয়াড় বলেছেন, ‘শুরুর ২-৩ ওভার এলোমেলো হলেও পরে খেলা আমাদের নিয়ন্ত্রণে আসে। বিশেষ করে  মোস্তাফিজের ওভার থেকে আমরা দারুণভাবে ঘুরে দাঁড়াতে পেরেছি। সত্য বলতে তার হাত ধরেই ম্যাচের টার্নিং পয়েন্ট এসেছে। ম্যাক্সওয়েল ও ফাফ ডু প্লেসি (উইকেট নেন মোস্তাফিজ) আউট হওয়াতে আমরা স্বস্তি পাই।’

মোস্তাফিজের বোলিংয়ের প্রশংসা করেছেন দুই সাবেক ভারতীয় তারকা অনিল কুম্বলে ও রবিন উথাপ্পা। কুম্বলে বলেছেন, দারুণ বোলিং করেছে  মোস্তাফিজুর। সে আজকের সেরা বোলার ছিল।’

উথাপ্পা বলেন, ফিজের বিষয়টি হচ্ছে তার কবজির পজিশনটি কিছুটা বিভ্রান্তি ধরিয়ে দেওয়ার মত (ব্যাটারদের মনে)। পেসাররা কবজি ভাঙবে কিন্তু জোরে বলও করবে। দারুণভাবে ব্যাটারদের ঘোল খাওয়ালো।

ভারতের বিশ্বকাপজয়ী কিংবদন্তি অলরাউন্ডার ইরফান পাঠান সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে লিখেছেন, ‘চেন্নাইয়ের উইকেটে মোস্তাফিজের বোলিং বৈচিত্র্য বেশ লোভনীয়। তার কাছ থেকে সেরা বোলিং দেখা গেল।’ 

এমনকি টুইটার ট্রেন্ডিংয়েও উঠে এসেছে মোস্তাফিজের নাম। তার এমন পারফরম্যান্সে দারুণ খুশি দেশের তারকা ক্রিকেটাররাও। 

তামিম ইকবাল সামাজিক মাধ্যমে মোস্তাফিজের সঙ্গে আগুনের ডানার একটি ছবি দিয়ে লেখেন, ‘দুর্দান্ত শুরু হলো মোস্তাফিজের!’ 

মুশফিকুর রহিম লিখেছেন, ‘মাশাআল্লাহ! ভাই অভিনন্দন। টুর্নামেন্টের বাকি সময়ের জন্য শুভকামনা রইল।’ 

তাসকিন আহমেদ দুটি পুরস্কারের কথা উল্ল্যেখ করে লিখেছেন, ‘সাফল্যের মুকুটে আরও পালক যুক্ত হোক। অভিনন্দন ফিজ।’
 

Link copied!