• ঢাকা
  • মঙ্গলবার, ৩০ এপ্রিল, ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১, ২০ শাওয়াল ১৪৪৫

মিয়ামির পর চার্লসটন ওপেনও জিতলেন কলিন্স


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: এপ্রিল ৮, ২০২৪, ০৬:০০ পিএম
মিয়ামির পর চার্লসটন ওপেনও জিতলেন কলিন্স
ড্যানিয়েল কলিন্স। ছবি : সংগৃহীত

ক্যারিয়ারের শেষ মৌসুমেও টেনিস তারকা ড্যানিয়েল কলিন্স সমৃদ্ধ ফর্ম প্রদর্শন করছেন। এবার তিনি রাশিয়ার দারিয়া কাসাটকিনাকে সরাসরি ৬-২ ও ৬-১ সেরেট হারিয়ে চার্লসটন ওপেন জিতেছেন।

৩০ বছর বয়সী কলিন্স গত সপ্তাহে মিয়ামি ওপেনের শিরোপা জেতার পর এবার ট্রফি পেলেন চার্লসটনের। পর পর দুটি টুর্নামেন্ট জিতে নিজের দক্ষতা দেখালেন মার্কিন যুক্তরাষ্ট্রের এই টেনিস তারকা।

কলিন্স এই মৌসুম শেষে অবসর নেওয়ার পরিকল্পনা ঘোষণা করেছেন। আর এই ঘোষণা দেওয়ার পর এখন পর্যন্ত টানা ১৩টি ম্যাচ জিতেছেন তিনি।

কলিন্স বলেন, ‘আমার স্বপ্ন পূরণ করার সুযোগ পেয়ে আমি ধন্য, আমি খুবই কৃতজ্ঞ।’

কলিন্স বিশ্ব র‌্যাঙ্কিংয়ে ১৫তম স্থানে উঠবেন নতুন তালিকায়। ২০১৭ সালের চার্লসটন বিজয়ী কাসাটকিনাকে এবারের আসরের ফাইনালে পরাজিত করতে মাত্র ৭৭ মিনিট সময় নিয়েছেন কলিন্স।

২০২২ সালের অস্ট্রেলিয়ান ওপেনের রানার আপ কলিন্স গত জানুয়ারিতে ঘোষণা করেছিলেন যে, তিনি বিয়ে করে সংসার শুরু করার দিকে মনোনিবেশ করবেন বলেই অবসর নিচ্ছেন।

সেরেনা উইলিয়ামস সর্বশেষ খেলোয়াড় যিনি মিয়ামি এবং চার্লসটনের শিরোপা একই বছরে (২০১৩ সালে) জিতেছিলেন।

Link copied!