• ঢাকা
  • রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জমাদিউস সানি ১৪৪৬

দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে বাংলাদেশ দলে আসবে পরিবর্তন


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: অক্টোবর ১, ২০২৩, ০৬:৪৬ পিএম
দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে বাংলাদেশ দলে আসবে পরিবর্তন
সাকিব আল হাসান এবং লিটন দাস। ফাইল ছবি

বিশ্বকাপের মূল পর্ব শুরুর আগে নিজেদের দ্বিতীয় অফিশিয়াল প্রস্তুতি ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। সোমবার (২ অক্টোবর) বাংলাদেশ সময় আড়াইটায় শুরু হবে ম্যাচটি। সেই ম্যাচে একাদশে বড় পরিবর্তন থাকার সম্ভাবনা রয়েছে। গুয়াহাটির আবহাওয়া অনেকটাই বাংলাদেশের মতো। বর্তমানে সেখানে চলছে তীব্র গরম। সেই গরমের মধ্যেই বাংলাদেশ-ইংল্যান্ডের বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচটা বৃষ্টিতে ভেসে যাওয়ার শঙ্কা রয়েছে।

সোমবার (২ অক্টোবর) বাংলাদেশের ম্যাচ ভেন্যুতে ২৫-৩৩ ডিগ্রি তাপমাত্রা থাকার কথা হয়েছে। তবে তার মধ্যেও রয়েছে বৃষ্টির সম্ভাবনা। আবহাওয়ার পূর্বাভাস বলছে, আকাশ মেঘলা থাকবে। বজ্রপাতের সঙ্গে রয়েছে তীব্র বৃষ্টিপাতের আশঙ্কাও। গুয়াহাটিতে আগামীকাল বৃষ্টির সম্ভাবনা রয়েছে ৮৭ শতাংশ। ১৮.৮ মিলিমিটার বৃষ্টি হতে পারে।

বাংলাদেশের টিম ম্যানেজমেন্ট অবশ্য বৃষ্টি নিয়ে চিন্তিত নয়। বরং মূল পর্ব শুরুর আগে শেষবারের মতো পরীক্ষা-নিরীক্ষাতেই মনোযোগ কোচ-অধিনায়কের। দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে বিশ্রামে থাকার সম্ভাবনা রয়েছে লিটন দাস ও তানজিদ হাসান তামিমের। শ্রীলঙ্কার বিপক্ষে প্রস্তুতি ম্যাচে ঘামে অতিরিক্ত জল ঝরে যাওয়ায় তানজিদ ও লিটনের ‘মাসল ক্রাম্প’ বা পেশিতে টান পড়েছিল। এই দুই ব্যাটার বাদেও বাংলাদেশ দলে আসতে পারে আরও পরিবর্তন। এছাড়া প্রথম প্রস্তুতি ম্যাচের ন্যায় দ্বিতীয় প্রস্তুতি ম্যাচও খেলবেন না সাকিব।  তবে আফগানিস্তানের বিপক্ষে বিশ্বকাপের প্রথম ম্যাচে তার খেলা নিয়ে শঙ্কা নেই।

শ্রীলঙ্কার বিপক্ষে প্রস্তুতি ম্যাচে খেলননি অধিনায়ক সাকিব আল হাসান। বিসিবি ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান জালাল ইউনুস গণমাধ্যমকে জানান, “আগে থেকেই সাকিবের প্রস্তুতি ম্যাচে না খেলার সিদ্ধান্ত ছিল। পরে ফুটবল অনুশীলনে হালকা চোট পান তিনি। ইংল্যান্ডের বিপক্ষেও বিশ্রামে থাকতে পারেন তিনি। তবে আফগানিস্তানের বিপক্ষে বিশ্বকাপের প্রথম ম্যাচে তার খেলা নিয়ে শঙ্কা নেই।”

খেলা বিভাগের আরো খবর

Link copied!